![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাধারন মানুষ। খাই দাই ঘুমাই আর মানুষরে জালাই।
অতঃপর কোন এক কৃষ্ণ পক্ষ রাতে চাঁদের আলোর মতো অনেক খুঁজে ও তোমাকে কোথাও পেলাম না..তবু আশা ছিলো ,কিন্তু বিশ্বাসের শেষ রক্ত বিন্দু দিয়ে ও তোমাকে আকড়ে রাখলাম আর কই ?? দ্বীধাহীন বাস্তবতার নিরেট দূরত্ব সৃষ্টি হতে হতে তুমি দূরে বহু দূরে .....তার চেয়ে ও দূরে চলে গেলে।তুব ও আক্ষেপ ছিলো না শুদু মাঝে মাঝে কস্ট হয় এই ভেবে যে,' বিশ্বাসী হয়ে ও আজ আমি অবিশ্বাসীদের দলে'।অবিশ্বাসী ঘুনপোকা আমার শরীর খেতে খেতে এখন শেষ প্রান্তে...আর এখন বিধাতার কাছে অনুতপ্ত টুকু চাইতে লজ্জা হয শুদু আজ তুমি নেই বলে....
২| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৩
Rubel rana বলেছেন: ধন্যবাদ বন্ধু......
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩৩
অপূর্ণ রায়হান বলেছেন: হুম ! ভালো ।
পোস্ট দুইবার এসেছে ।