নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের মানে এখনো বুঝা হইনি............।

যদি মধ্যরাতে ক্ষণিক আলো মিলিয়ে যায় আকাশে শুধু নির্বাক সাদা মেঘ আসে যায় বুঝবে আমার অতৃপ্ত আত্মা কাঁদছে।

Rubel rana

আমি একজন সাধারন মানুষ। খাই দাই ঘুমাই আর মানুষরে জালাই।

Rubel rana › বিস্তারিত পোস্টঃ

এলো মেলো ভাবনার শেষ বিন্দু--- ৪

১১ ই মে, ২০১৫ রাত ১০:০৮

জীবন টা যেন থমকে আছে।প্রথম থেকে গুনতে গেলে শূন্যতে শেষ,আবার শেষ থেকে গুনলে ও শূন্যতে সমাপ্তি।কোন এক আজানা কারনে শূন্যময় সব কিছু। আজ কাল খুব বেশী জানতে ইচ্ছে করে না তুবু থমকে যাওয়া সময়ের বিক্ষিপ্ত ভাবনা গুলো কে দিন শেষে একত্রে করলে মেলে লম্বা  দীর্ঘশ্বাস আর এক রাশ নিরবতার হাহাকার।মিমাংসার টেবিলে কেউ একজনের  অনুপস্থিতি শূন্যতার সৃষ্টি করে।যে তার আসার কথা ছিলো আর সে আশা তে জড়সোড় হয়ে এক কনে বসে থাকি অপেক্ষার আক্ষেপে।কেউ যদি জোর করে সর্ম্পকহীন হতে চাই আর যদি সর্ম্পকটা হয় আত্মীয় তার সূত্রে প্রাপ্ত,তা হলেতো লেসহীন ভাললাগার জন্য অভিযোগ করা যায় না।অভিযোগ করা যে মানায় না।কষ্ট হয়, যন্ত্রণা হয়,তুব ভাবতে ইচ্ছে হয় শূন্যতার কোন বিভক্তি হয় না।তাই তো আত্মার সব টুকু শক্তি দিয়ে নিজে কে বুঝিয়ে এসেছি "আগামীকাল থেকে সব ঠিক হয়ে যাবে। কোথায় যে অসম্ভব ইচ্ছে থেকে যায়,যদি ব্যৎসনা শূন্যময় সময় যদি পরিপূর্ন হয়ে উঠে "।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.