নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নইতো কারো চোখের মণি, নই কারো মনের বেদনা...........

রক্তে আমার কোড

কামরুল ইসলাম রুবেল

বাবা-মায়ের দোয়া নিয়ে অনেক দুখেও অনেক অনেক সুখে আছি।

কামরুল ইসলাম রুবেল › বিস্তারিত পোস্টঃ

ব্লগে ১০ বছর পূর্ণ করতে চললাম।

০২ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩১

ব্লগে ১০ বছর পূর্ণ করতে চললাম। সব মিলিয়ে ১২ বছর হবে, মানে একযুগ পূর্তি, প্রথম দু’বছর শুধু বাইরে থেকে পড়ে গেছি, রেজিষ্ট্রেশন করিনি। আবার রেজিষ্ট্রেশন করার পর ৩ বছর পেন্ডিং অবস্থায় ছিলাম (আমার একটা পোষ্টে আছে সেই কাহিনী)। একটা লম্বা সময়ই বটে। সামুর নীরব পাঠকদের আমি অন্যতম। প্রতিদিন রাত চারটায় ঘুমোনোর অভ্যেস। বিছানায় শুয়েই মোবাইলে একের পর এক পোষ্ট শেষ করে যাই। ঘন্টাখানেক সামুর সাথেই চলে। সেই আসিফ মহিউদ্দিন থেকে শুরু করে হালের চাঁদ গাজী ভাই (উনি সবচে বিতর্কিত বলে নাম নেয়া হলো)। সবার লেখাই পড়ে যাচ্ছি। একসময় প্রচুর মন্তব্য করতাম। নাস্তিক-আস্তিক নিয়ে বেশী তর্ক বেধে যেতো। হঠাৎ করেই খেয়াল হলো, আচ্ছা এখন আর মন্তব্য কেন করিনা? কোন পোষ্ট দিতে ইচ্ছে হয়না কেন? নিজেই উত্তরটা বের করে নিতে পেরেছি। সমস্যা হচ্ছে ডিভাইস চেঞ্জ। আগে ল্যাপটপ বা পিসিতে লিখতাম। এখানে লিখা ছাড়া অন্য কোন উপায়ও হয়তো ছিলোনা। এখন যে সময়টায় সামুতে আসা হয় সেই সময়টায় হাতে থাকে মোবাইল। মোবাইলে পোষ্ট লিখা বা মন খুলে কমেন্টস করা যায়না। আবার কোন কিছু লিখলেও তার পাবলিক রিএকশন কি আছে তাও সামুর কারণে বোঝা সম্ভব হয়না। তাই ধীরে ধীরে বিমুখ হয়ে হয়তো এখন ফেসবুকেই লিখি। চাকুরীসুত্রে আমার কাজই হচ্ছে ফেসবুক ইউটিউব নিয়ে, তাই ওই প্লাটফরমগুলোতে পিসিতে থাকাকালীন সময়েই বেশী থাকা হয় বলে সামুতে আর লেখা হয়ে উঠেনা। ওখানে লিখলে দ্রুত পাবলিক রিএকশন জানা যায়। কিন্তু তাই বলে সামুর কোন পোষ্ট (পদ্য ছাড়া) কোনদিনও মিস হয়নি।

সামুর এপস এলো। এটা নিয়ে আমি সর্বশেষ একটা পোষ্ট দিয়েছিলাম এ বছরেরই শুরুর দিকে। কিন্তু সার্বিকভাবে এপস ভালো লাগেনি। আর ওয়েবে নোটিফিকেশন, পোষ্টিং সিস্টেম, ইমেজ এড, লগইন এবং রিএ্যাকশন (প্লাস/মাইনাস) ঠিকঠাক মতো কাজ না করায় দিন দিন আগ্রহ হারিয়ে এখন শুন্যের কোঠায় পৌঁছে গেছে। তাই আর সামুর জন্য কীবোর্ড চাপা হয়ে উঠেনা। কিন্তু কিছু পড়ার জন্য, নিখাদ ভালোবাসার টানে প্রতিদিনই সামুতে আসি। সামুর সাথে ছিলাম, থাকবো। তবে আবারো বলবো সামুর সামগ্রিক সিস্টেমে উন্নতি খুবই প্রয়োজন। নতুন প্রজন্মকে বাংলা ভাষার ১৩ বছরের এই সুবিশাল ভান্ডারের সাথে পরিচয় করিয়ে দিয়ে এখানে আগ্রহী করে তোলা সময়ের দাবী।

ভালো থাকুন সবাই। ভালোবাসা রইলো নতুন-পুরোনো সকল সামু সদস্যদের প্রতি।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

নজসু বলেছেন:



অভিনন্দন।
শুভকামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনাকেও

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১২

রাজীব নুর বলেছেন: দশ বছরে সামু ব্লগে আপনি কি কি লিখেছেন- তা যদি একটু বলতেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: সবাইতো লেখক হয়না, আর লিখতেই হবে এমন বাধ্যবাধকতাও বোধহয় নেই। প্রথমেই বলেছি যে, আমি নীরব পাঠক। তা সত্বেও একসময় লিখতাম তবে তার অনেকগুলোই ছিলো টেকনিক্যাল বা ব্রডকাষ্ট টেকনোলজি নিয়ে। যেগুলো কয়েক বছরের ব্যবধানে অপ্রয়োজনীয় হয়ে যাওয়ায় ড্রাফটে আবার কিছু মুছে ফেলা হয়েছে। তবে কমেন্টে পিছিয়ে ছিলামনা কোনদিনই।

ভালো থাকুন।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

বিজন অধিকারী বলেছেন: ১ যুগ পুর্তি উপলক্ষে আপনাকে স্বাগতম

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

কামরুল ইসলাম রুবেল বলেছেন: দাদা আপনারা আছেন বলেই এখনো নীরবে ঘুরে যাই

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭

সজিব আহমেদ আরিয়ান বলেছেন: প্রথমেই জানাই অভিনন্দ৷ আর আপনার সমস্যা আপনার ফোন কিন্তু আমি ফোন দিয়ে ব্লগ লিখছি। এমন কি এখন যে মন্তব্যটা করছি সেটাও ফোন দিয়ে। আমি মনে করি সবসময় বিশাল যন্ত্র কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে না চালিয়ে ফোন দিয়ে চালানোই যেখানে সেখানে বসে আপনি ব্লগিং করতে পারবেন।

সামু-র সমস্যা নিয়ে আমার ব্লগে একটা পোস্ট আছে চাইলে দেখে আসতে পারেন।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: অভ্যস্ততা একটা বড় ফ্যাক্টর। আমি অনেক আগে থেকেই কোয়ার্টি কিবোর্ডে অভ্যস্ত। সেটা আর ছাড়তে পারিনি। তাই লেখালেখি কীবোর্ড হার্ডওয়্যারেই করি বা ওটা ছাড়া পারিওনা। সমস্যা হচ্ছে এমন একটা সময়ে সামুতে বসি তখন মোবাইল হাতে থাকে।

ভালো থাকবেন, শুভাষীশ রইলো।

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

সামিয়া বলেছেন: অভিনন্দন

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনাকেও

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

হাবিব বলেছেন: অনেক সময় ধরে আছেন, ভালো

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হ্যা, তা হয়তো আছি তবে নীরব পাঠক হয়ে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

ইয়াসিনুর রহমান ফাহিম বলেছেন: অভিনন্দন। শুভকামনা রইল।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনার জন্যও শুভকামনা রইলো

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: কামরুল ইসলাম রুবেল,




নিখাদ ভালোবাসার টানেই সামুতে একযুগ ধরে আপনার পদচারণা আরও প্রলম্বিত হোক!
অভিনন্দনের সাথে শুভেচ্ছা ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: যতদিন বেঁচে আছি সামুর সাথেই আছি। শুভ কামনা রইলো।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৪

jahidad বলেছেন: আমি ২ বছর যাবত এস ই ও নিয়ে স্টাডি করতেছি
https://www.muthophone.com.bd/
https://www.startech.com.bd

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভালো

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১০

পদ্মপুকুর বলেছেন: অভিনন্দন! তবে ১০ বছরে যদি ১০টা লেখা দেন, সেটা নিতান্তই অপরাধ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: রাজীব ভাইকে উত্তরটা বলেছি। অপরাধ হলে নিজগুণে ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন নিশ্চই।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

সুমন কর বলেছেন: ভালো লিখেছেন এবং অভিনন্দন !! শুভকামনা রইলো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ঠিক কোন পাঠযোগ্য লেখা হলো কিনা জানিনা। মনের কথাগুলো বলে গেলাম। ভালো থাকবেন ভাই।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন !

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনাকেও অভিনন্দন

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

সেলিম আনোয়ার বলেছেন: বর্ষপূর্তির অভিনন্দন। নিরন্তর শুভকামনা।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: শুভকামনা আপনার জন্যও

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.