![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মশিউর রহমান রুবেল গণমাধ্যমকর্মী, সদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলনচেয়ারম্যানউন্নয়নের জন্য প্রচারাভিযানগণমাধ্যমকর্মীসদস্য সচিবসম্মিলিত জলাধার রক্ষা আন্দোলন ও চেয়ারম্যান, উন্নয়নের জন্য প্রচারাভিযান
হাজারো প্রশ্নের জন্ম হতেই পারে। তবে প্রশ্ন ঐশী যদি খুন করেই থাকে তবে তাকে কেন ক্রশফায়ারের হুমকি দেয়া হলো।
ঐশী রহমান বলেছেন, আমি (ঐশী রহমান) এই মামলার আসামি। বিগত ১৭ আগস্ট পল্টন থানায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করিলে আমাকে নিয়ে তদন্ত কর্মকর্তা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে।
বিজ্ঞ আদালতের মাধ্যমে গত ১৮ আগস্ট আমাকে পাঁচদিনের রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে ও ভয়ভীতি দেখায়। একপর্যায়ে বলে যে, আমাদের কথামতো তুমি যদি আদালতে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে আমাদের শেখানো কথা না বলো, তাহলে তোমাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মেরে ফেলবো অথবা ক্রশফায়ারে মেরে ফেলবো। তোমরা সমাজের কীট! আবর্জনা!
[বিস্তারিত সংবাদটি পড়তে পারেন এখানে]
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: তাই তো মনে হচ্ছে
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৭
দূর আকাশের নীল তারা বলেছেন: প্রথমেই বলে নেই, ক্রসফায়ার ব্যাপারটা অতি জঘন্য। তবে ঐশীকে ক্রসফায়ারে দিলে খুব একটা খারাপ লাগবে না, কারণ সে তার নিজের পিতা-মাতাকে খুন করেছে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: মতামত নেই
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
মাথা নষ্ট সিপাহি বলেছেন: ঐশীর এই কথা গুলো যদি সত্য হয় , তাহলে আমার ধারনা ঐশীর কাকা যা বলেছেন তাই ঠিক হতে পারে, অর্থাত সে যে তার বাবা মা কে খুন করেছে সে বেপারে আমি সন্দিহান। আর ভাইয়েরা কারো বিচার কার্য শেষ হবার আগেই আমরা তার শাস্তি দিতে অভ্যস্ত মনে রাখা উচিত এটাও অপরাধ [ কারন আমরা বিস্তারিত না জেনে অথবা সত্যমিথ্যা প্রমান না হওয়ার আগেই তাকে জঘন্য বলে নিজেরাই অপরাধ করে ফেলছি]।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সহমত
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
ব্রাইটসেন্ট্রাল বলেছেন: ঐশীর দেও স্বীকারোক্তিতে দেখা গেছে বাবা-মাকে খুন করার পরে সে কাজের মেয়েকে ভয় দেখিয়ে তার সাহায্যে লাশ অন্যরুমে সরায়। ঘুনের এক পর্যায়ে ভাইয়ের ঘুম ভেঙ্গে গেলে ঐশী নিজেই তার ভাইকে বাথরুমে আটকে রাখে।
পুলিশ যদি ভয় দেখিয়ে ঐশীর কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আাদয় করে তাহলে ঐশীর ভাই ও কাজের মেয়ে সুমীর কাছ থেকেও মিথ্যা স্বীকারোস্তি আদায় করতে হবে। যেটা কঠিন।
তার উপরে ঐশী নিজে যদি না খুন করে থাকে তাহলে সে কেন ৩ দিন পালিয়ে ছিল আর কেনই বা মোবাইলে আত্বীয়-স্বজনদের ভুল-ভাল তথ্য দিচ্ছিল!!! উল্লেখ্য আত্মসমর্পনের আগে সে ফোনে আত্মীয়দের বলেছিল তার বাবা-মা রাজশাহী গিয়েছে। ফোনে সে আরও অনেক গোঁজামিল তথ্য দিচ্ছিল। সে দোষী না হইলে এমনটা করবে কেন!!
বরং এটা বলা যায়, বাবা-মায়ের খুনী ঐশীকে বাঁচাতে এখন তার উকিল ও আশেপাশের অনেকে অনেক গল্পই বানাবে। সেটাই আমরা দেখব এখন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: জি আপনার সাথে সহমত
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
মোঃ তানভির বলেছেন: ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পর এমন অভিযোগ আইনের দৃষ্টিতে সিদ্ধ নয়।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: বিষয়টি কতটা সিদ্ধ তা জানা নেই
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৭
আবিরে রাঙ্গানো বলেছেন: সে একটা ময়লা আবর্জনা - এ বিষয়ে কোন সন্দেহ নেই। খুন করুক আর নাই করুক, যারা ইয়াবা খায় তারা সমাজের নষ্ট মেয়ে। সুতরাং মাথা নষ্ট সিপাহি, তোমার মাথা আসলেই নষ্ট। ইয়াবাসেবী মেয়েকে তোমার ভাল মনে হয়। সে শুরু থেকে যে আবর্জনা মার্কা কথা বলে আসছে তাতে কি প্রমানিত হয়নি যে সেই খুন করেছে?
সে কেন পালিয়ে ছিলো পরে পুলিশের কাছে ধরা দিল?
বাবা-মা খুন হলে কেউ পালিয়ে থাকে ২-৩ দিন?
আত্মীয়রা জিজ্ঞাসা করলে কেন বলেছিলো তারা রাজশাহী?
সে চরিত্রহীন বেহায়া নোংরা নষ্ট মেয়ে।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সে নষ্ট হয়ে তো জন্মায়নি। পরিবেশ তাকে নষ্ট করেছে। তাই নয় কি? এর জন্য দায়ি আমরা।
৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১
মুখচোরা বলেছেন: ঐশি বিষয়ে শুরু থেকে শেষ তক আমরা যা জানি তা পুলিশের কথা। যা আমার একটুও বিশবাস হয় না।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: একই অবস্থা আমারও
৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১০
rafiq buet বলেছেন: তোমরা সমাজের কীট! আবর্জনা!
পুলিশ সব কিছু অন্যায় বললেও এ কথাটি মিথ্যা বলেনি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: এর জন্য দায়ি আমাদের সমাজ ব্যবস্থা তাই নয়কি?
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৫
হেডস্যার বলেছেন:
মুখচোরা বলেছেন: ঐশি বিষয়ে শুরু থেকে শেষ তক আমরা যা জানি তা পুলিশের কথা। যা আমার একটুও বিশবাস হয় না।
একমত
০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএফডি) বলেছেন: সহমত
১০| ১৩ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: বিস্তারিত সংবাদ টি পাওয়া যাচ্ছে না,,,, লিংক টা আরো মডিফাই করেন প্লিজ
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪
সাদা মনের মানুষ বলেছেন: ভয়ঙ্কর তথ্য, এমনটি হলে তো ঐশী পুলিশ কাষ্ঠুতে খুবই বিপদে আছে।