নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই বিষয়ে কথা বলা নিষেধ, তা নয়। তা যে নয়, ঠিক তা ও নয়!

ট্রিপল আর

যন্ত্রেরও ভাষা আছে!

ট্রিপল আর › বিস্তারিত পোস্টঃ

ঈদের দিন হুজুরদের বাসায় প্রবেশে ১৪৪ ধারা জারি করলো কিডি :p ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪০

ঈদের দিন হুজুরদের বাসায় প্রবেশে ১৪৪ ধারা জারি করলো কিডি :p ;)
==========================================
কিডিঃ আঙ্কলে, আঙ্কেল তাড়াতাড়ি বের হও, আমাকে কোলে করে নিয়ে চলো
আমিঃ কোথায় নিয়ে যাবো, আমি ব্যস্ত যাও আসছি...

কিডিঃ না এক্ষুনি নিয়ে চলো, আব্বু একটা হাম্বা নিয়ে আসছে। আমি জানালা দিয়ে দেখেছি তো। তাড়াতাড়ি চলো। এই যে মালাটা দেখছো ওটা হাম্বার গলায় পড়িয়ে দিবো।
আমিঃ তো যাও গিয়ে পড়িয়ে দিয়ে আসো। আমি যাবো না

কিডিঃ এই পাজি আঙ্কেল চলো বলছি।
আমিঃ না যাবো না। তুমি না বড় হয়ে গেছো। একা একা যাও..

কিডিঃ কী!(হাতের আঙ্গুলে একটা কামড় দিয়ে ধরলো)
আমিঃ ছাড়ো ছাড়ো.. যাচ্ছি, ইস! তুমি তো দিন দিন পাজি হয়ে যাচ্ছো..

কিডিঃ তুমি ই বেশি পাজি। আমি যাবো না যাও (তার মুখ অন্ধকার) :(
আমিঃ উমু ঢং চলো..

কিডিঃ না যাবো না.. ছাড়ো ছাড়ো... আরেকটা কামড় দিবো...
(ওকে কোলে করে নিয়ে গেলাম)

কিডিঃ আব্বু এই হাম্বাটার নাম কী?
ওর আব্বুঃ ওটা তো ভুলে গেছি আম্মু, গরুটা যার কাছ থেকে এনেছি তাকে তো জিজ্ঞস করতে ভুলে গেছি। একটা কাজ করো তুমি একটা নাম দিয়ে দাও

কিডি আমার কোলে থেকেই গরুটার গায়ে ভয়ে ভয়ে হাত বুলিয়ে দিলো।
তাপর মালা পড়ালাম।

কিডিঃ আব্বু হাম্বাটাকে কী খেতে দিবে? ও রাতে কী খাবে..
এ রকম প্রশ্ন করতে করতে ই অনেক সময় কেটে গেলো কিডির। হাম্বাটার সাখে তার খুব ভাব। এক রাতেই। যখন সময় পায় তখন ই দু'তলা বারান্দায় এসে হাম্বা দেখে। বাসায় নতুন কেউ আসলেই ডেকে এনে দেখায়। পরদিন সকালে নামাজ আদায় করে বাসায় ঢুকার পথেই দেখি কিডি দৌড়ে আসছে আমার দিকে। চোখে মুখে ভয়...

কিডিঃ আ্ঙ্কেলে আঙ্কেল..
আমিঃ কী হয়েছে আম্মু ভয় পেয়েছো...

কিডিঃ হুম (মাথা নাড়লো) হুজুররা না হাম্বা ধরে ধরে মেরে ফেলছে :(
আমাদের হাম্বা কোথায়? আমাদের হাম্বার কাছে আমাকে নিয়ে চল
আমিঃ চলো...

ওকে সাথে করে নিয়ে গিয়ে গরুটাকে দেখালাম।

তারপর বাসায় ঢুকার পর ওর আব্বুকে ঘটনা খুলে বললাম। আর এদিকে কিডি তার আম্মু আন্টি সবাইকে সেই ভয়ার্ত দৃশ্য বর্ণণা করে শুনাচ্ছে। আর তার হাম্বাটাকে লুকিয়ে রাখতে বলছে। আর এটা ও ঘোষণা দিচ্ছে বাসায় কোন হুজুর কে সে ঢুকতে দেবে না।

যেই কথা সেই কাজ ;) সে বাসার গেইটের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকলো..
টার্গেট কোন হুজুরকে ঢুকতে দেবে না... পাশের ফ্লাটের নতুন এক হুজুর আসছে।

উনি এমন সময় গেইটের কাছাকাছি আসার পর কিডি গেইট বন্ধ করে দিয়ে বললোঃ
এখান থেকে ভাগেন। সামনে আসলে এটা দিয়ে পেটাবো.. ;) ;) ;)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১১

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ কিউট!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.