![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
সারা রাজ্য খুজে রাজকণ্যার জন্য তিনজন যোগ্য প্রার্থী খুজে আনা হয়েছে। একে একে তাদের ভালোবাসার পরীক্ষা নিচ্ছেন রাজার কণ্যা। তিনজন যুবকের মধ্যে যে ব্যাক্তি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, তাকেই গ্রহণ করবে রাজকুমারী তার জীবনসঙ্গী হিসেবে.....
রাজকণ্যাঃ তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি?
১ম যুবকঃ আমার একটা আঙ্গুল কেটে তোমাকে উপহার দিলাম ভালোবাসার প্রমাণস্বরূপ। তাছাড়া সিম রেজিস্ট্রেশনে আঙ্গুলের ছাপ দেওয়ার জন্যও সেটা কাজে লাগবে তোমার.....
রাজকণ্যা (২য় যুবককে): তুমি যে আমাকে ভালোবাসো তার কি প্রমাণ?
২য় যুবকঃ সুন্দরবনে- যেখানে কয়লা বিদ্যুতকেন্দ্রের কারণে আজ বাঘ পর্যন্ত থাকতে পারে না, তোমার জন্য আমি এ-ক-টা বছর সেখানে কাটিয়ে দিতে পারি....
রাজকণ্যা (৩য় যুবকের কাছে গিয়ে): তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি?
৩য় লোকটি মহাবিরক্ত হয়ে বললোঃ আমি আপ্নেরে ভালোবাসতে যামু কুন দুঃখে। মালিবাগ বাজারে ইলিশ বেচতাছিলাম, আপ্নের বাপের লোকেরা আমারে সেইখান থিকা জোর কইরা ধইরা আনছে। বাচিনা নিজের জ্বালায়, আবার রাজার মাইয়ার লগে প্রেম....
এটুকু শুনেই রাজকুমারী, রাজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলোঃ "বাবা, আমি এই ইলিশওয়ালাকেই বিয়ে করবো...."
(২)
লটারিতে লাখ টাকা পেয়ে ভাগ্য খুলে গেলো জসীম আলীর। পূরণ হোল লাখপতি হওয়ার স্বপ্ন ......
অতঃপর পহেলা বৈশাখে এক হালি ইলিশ কিনতে যেয়ে আজ সে পথের ফকির
(৩)
গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলেছিলোঃ "আগামী বৈশাখে যখন তোমার ফ্যামিলি থেকে আমাদের বাসায় প্রপোজাল নিয়ে যাবে, তখন যেন মিষ্টির বদলে ইলিশ মাছ নিয়ে যায়..."
অতঃপর তাদের ব্রেক-আপ হয়ে গেলো!!
(৪)
পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির সাথে মিল রেখে ছেলেটি আড়ং থেকে এক পিস লুঙ্গি আর পাঞ্জাবী কিনেছিলো.....
অতঃপর বৈশাখের দমকা হাওয়ায় তার সে লুঙ্গি উড়ে গেলো। পাঞ্জাবী থাকায় মান-ইজ্জত ঢেকে কোনক্রমে বাসায় ফিরে আসতে পেরেছিলো সে।
(৫)
পহেলা বৈশাখে ইলিশ মাছের কাঁটা খাওয়া বাঙালি বিড়াল সমাজের হাজার বছরের ঐতিহ্য।
(৬)
প্রথম আলোর 'স্বপ্ন নিয়ে' পাতায় 'বাঙালির হাজার বছরের ঐতিহ্য' সাবজেক্ট থেকে অনার্স, মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী জনৈক তেলাপিয়া মাছের ভবিষ্যত স্বপ্ন-
"একদিন ইলিশের সাথে সাথে তেলাপিয়ারাও হবে বাঙালির হাজার বছরের ঐতিহ্য- সে লক্ষ্য নিয়েই আমি আমার মেধা এবং আমার ব্যাক্তিজীবনকে মৎস্য সমাজের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করবো।
---------------------------------------------------------------------------------------------------------------------------
আপাততঃ মাথায় আর কিছু আসতেছে না। আসলে এইখানে যোগ কইরা দিবো।
ইলিশবিহীন হোক বাংলা নতুন বছর ! সবাইকে শুভেচ্ছা।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮
পুলহ বলেছেন: হা হা, ধন্যবাদ আপু !
২| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০
বিজন রয় বলেছেন: এই পোস্ট লুল হলো কিভাবে?
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২০
পুলহ বলেছেন: হালকা চিন্তা-ভাবনা থেকেই লেখলাম দাদা, তাই বললাম আর কি 'লুল'...
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: লটারিতে লাখ টাকা পেয়ে ভাগ্য খুলে গেলো জসীমের। পূরণ হোল লাখপতি হওয়ার স্বপ্ন ......
অতঃপর পহেলা বৈশাখে এক হালি ইলিশ কিনতে যেয়ে আজ সে পথের ফকির!
হা..হা...হা...... এটা আমার কাছেও টপ! এটাই সবচেয়ে ভালো হয়েছে!
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২১
পুলহ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন মোঃ সাইফুল্লাহ শামীম ভাই!
শুভেচ্ছা
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
হাসান মাহবুব বলেছেন: মজার
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬
পুলহ বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই!
৫| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
বিজন রয় বলেছেন: হা হা হা ৩ নং টা পড়ে হাসলাম।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬
পুলহ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো।
৬| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
১,২,৪ জোস
এক কানে কম শোনে জোক/মিম গুলা আমার কাছে অফেন্সিভ লাগে ||
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯
পুলহ বলেছেন: ধন্যবাদ ভাই। কয়েকদিন আগে 'আমি তুমি আমরা' এর একটা অনুবাদ পোস্টে আপনার কমেন্ট পড়ে খুব মজা পাইছিলাম। কমেন্ট চুরি ঠেকানোর জন্য আপনি যেই স্ট্র্যাটেজিটা নিছিলেন, ঐটার কথা বলতেছি আর কি হা হা...
আবারো ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন !
৭| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৫
হাফিজ বিন শামসী বলেছেন: "একদিন ইলিশের সাথে সাথে তেলাপিয়ারাও হবে বাঙালির হাজার বছরের ঐতিহ্য- সে লক্ষ্য নিয়েই আমি আমার মেধা এবং আমার ব্যাক্তিজীবনকে মৎস্য সমাজের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করবো।"
সত্যিই জটিল কথা।
পহেলা বৈশাখ পুরোটাই ইলিশের দখলে।
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩১
পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ হাফিজ বিন শামসী ভাই লেখাটা সময় করে পড়বার জন্য। ভালো থাকবেন !
৮| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫
মনিরা সুলতানা বলেছেন: পহেলা বৈশাখে ইলিশ মাছের কাঁটা খাওয়া বাঙালি বিড়াল সমাজের হাজার বছরের ঐতিহ্য।
এইডা বেস্ট
হাহাপগে
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৭
পুলহ বলেছেন: হা হা, ধন্যবাদ মনিরা সুলতানা আপু ! শুভেচ্ছা !
৯| ১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৩
চিত্রনাট্য বলেছেন: পাঞ্জাবিটা কোন সাইজের ছিল ? ধরে নিই, লং ছিল , যেইখানে লুঙ্গি উইড়া গেছে সেখানে পাঞ্জাবি দিয়ে ক্যামনে ঢাকাঢাকি সম্ভব ? মাথায় ঢুকতেছে না ৷
যাই হোক , আপনার লুল পোস্ট দেইখা মজা করতে ইচ্ছা হইলো ৷ আপনি তো নরমালি গল্পই কন্টিনিউ করতেছেন , এখন লুল দেইখা
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
পুলহ বলেছেন: আগে তো হাসাটা জরুরি, তারপর না হয় যুক্তি খোজা যাবে- নাকি বলেন ভাই! হা হা হা...
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন চিত্রনাট্য । শুভকামনা!
১০| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০০
হাফিজ বিন শামসী বলেছেন: মনিরা আপু, তারমানে পহেলা বৈশাখে ইলিশ মাছ+পান্তা= বিড়ালী সংস্কৃতি।
১১| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২
রাজসোহান বলেছেন: ৩ নাম্বারটা ভালো হয়নি। বিশেষ করে ঐ ধরণের কৌতুক মেয়েদের অপমান করা হয়।
বাকিগুলা মজার।
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১
পুলহ বলেছেন: ফেসবুকে এ ধরণের ১/২ লাইনার দেখি (কানে কম শোনা বিষয়ক), তাই এখানে একটা দিয়েছিলাম আর কি... বলা বাহুল্য- কোনভাবেই কাউকে ছোট/ হেয় করা কিংবা অপমান করাটা উদ্দেশ্য ছিলো না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। শুভেচ্ছা !
১২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫
প্রামানিক বলেছেন: এক কথায় দারুণ লাগল। ধন্যবাদ
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২
পুলহ বলেছেন: প্রামানিক ভাইকে আন্তরিক ধন্যবাদ সব সময় মন্তব্যের মাধ্যমে উতসাহিত করে যাবার জন্য।
১৩| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৯
পুলক ঢালী বলেছেন: ভাল লাগলো ভাই অনেক মজা পেলাম। আমরা অনেক কিছুই একদিনের জন্য চর্চা করার চেষ্টা করি, যেমন, একটি হল একুশে ফেব্রুয়ারীতে বাংরেজী ত্যাগ করে বাংলা বলার চেষ্টা করি । তবে বোধহয় সবকিছুতেই এই চেষ্টাটা করা উচিত নয়,সারা বৎসর লুঙ্গী পরিনা, গিট্টু দিতে জানিনা, তাহলে বৈশাখী ঝড়ে তো উড়ে যাবেই ঝড়ের আর দোষ কি ?
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
পুলহ বলেছেন: "সারা বৎসর লুঙ্গী পরিনা, গিট্টু দিতে জানিনা, তাহলে বৈশাখী ঝড়ে তো উড়ে যাবেই ঝড়ের আর দোষ কি"- হাহাহা ভালো বলেছেন ভাই।
আপনার মন্তব্যের সাথে সহমত।
পাঠ ও মন্তব্যে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন পুলক ঢালী !
১৪| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০
আরণ্যক রাখাল বলেছেন:
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯
পুলহ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
১৫| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭
কল্লোল আবেদীন বলেছেন: ইলিশবিহীন হোক বাংলা নতুন বছর ! সবাইকে শুভেচ্ছা।
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
পুলহ বলেছেন: আপনার মন্তব্য দেখে মনে হোল- আমি বোধহয় কথাটা ঠিকভাবে লিখতে পারি নি। আসলে কথাটা হওয়া উচিত ছিলো- "জাটকাবিহীন হোক বাঙলা নতুন বছরে আমাদের সকলের খাবার পাত..."
অসংখ্য ধন্যবাদ কল্লোল আবেদীন ভাই পাঠ ও মন্তব্যে।
১৬| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লুল পোস্ট নাম দেখেই কিলিক করলাম সাথে সাথে। এবার দোহার থেকে মাছের-নৌকা-থেকে-তোলা ইলিশ খেয়ে এসেছি... অতএব আপনার স্লোগানে আমি একমত!
প্রথম কৌতুক পড়েই আমি ইলিশওয়ালার আকর্ষণীয় ব্যক্তিত্বের ফ্যান হইয়া গেছিগা
দারুণ উইটি!!
সবগুলোই সাংঘাতিক রসাত্মক হয়েছে।
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
পুলহ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো সত্যি খুব ভালো লাগলো।
স্বয়ং রাজকুমারী ইলিশওয়ালার ব্যাক্তিত্ব দেইখা মুগ্ধ হয়া যায়, আর আমরা তো কোন ছাড়- হা হা...
আপনার মন্তব্যে সত্যি অনুপ্রাণিত হলাম মইনুল ভাই।
ভালো থাকবেন !
১৭| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮
শামছুল ইসলাম বলেছেন: //আপাততঃ মাথায় আর কিছু আসতেছে না। //
যেটুকু আপনার দুষ্টু মাথায় এসেছে, তাতেই হেসে কুটি কুটি !!!!
ভাল থাকুন। সবসময়।
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯
পুলহ বলেছেন: হা হা, শুভাকাঙ্ক্ষী শামছুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ ..
পাঠ ও মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা !
১৮| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯
আব্দুল্লাহ তুহিন বলেছেন: ২ আর ৩ টা সবছেয়ে বেশী ভাল্লাগছে... :-D
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২
পুলহ বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারো ভালো লাগছে ।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাই!
১৯| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৩
সুমন কর বলেছেন: মজার হইছে....
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২
পুলহ বলেছেন: ধন্যবাদ দাদা !
২০| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
উল্টা দূরবীন বলেছেন: মজাই মজা
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
পুলহ বলেছেন: ধন্যবাদ আপনাকে !
২১| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৭
ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লাগল।
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৩
পুলহ বলেছেন: পাঠ ও মন্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ঢাকাবাসী !
২২| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
আমিই মিসির আলী বলেছেন:
ব্যপক মজা পাইলাম।
+
১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭
পুলহ বলেছেন: আমিই মিসির আলী ভাইকে আন্তরিক ধন্যবাদ।
শুভেচ্ছা এবং শুভকামনা- সব সময়ের জন্য!
২৩| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫
কালনী নদী বলেছেন: বিয়ের পর মেয়েটি ছেলেটিকে বলেছিলোঃ "এই বৈশাখে আমি তোমাকে ইলিশ রান্না করে খাওয়াবো...."
এরপর থেকে মেয়েটি তার এক কানে কম শোনে।
-মজার ছলে কিছু বাস্তবিক সত্যকথা রম্য আকারে ফুটেছে। সুন্দর +++
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩
পুলহ বলেছেন: সময় করে পোস্টটা পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কালনী নদী
ভালো থাকবেন!
২৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১৭
আহমেদ জী এস বলেছেন: পুলহ ,
বৈশাখ আসতে না আসতেই , ইলিশের গন্ধ বাতাসে ভাসতে না ভাসতেই পুলক লাগিলো প্রানে ...................
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫
পুলহ বলেছেন: বৈশাখ আসুক সমস্যা নাই, শুধু এই সময়ে ইলিশ ধরা/ বেচা-বিক্রি না হলেই হোল...
বরাবরের মতই মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা আহমেদ জী এস ভাই।
২৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৯
সোহানী বলেছেন: এটুকু শুনেই রাজকুমারী, রাজার দিকে তাকিয়ে চিৎকার করে উঠলোঃ "বাবা, আমি এই ইলিশওয়ালাকেই বিয়ে করবো...."
হাহাহাহাহাহা...................+++++++++++++
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
পুলহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সোহানী আপু। পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা !
ভালো থাকবেন অনেক।
২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: নববর্ষের দারুন উপহার দিলেন....
হা হা হা
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭
পুলহ বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা থাকছে।
সাথে শুভকামনা।
ভালো থাকবেন ভাই।
২৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
রূপক বিধৌত সাধু বলেছেন: পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির সাথে মিল রেখে ছেলেটি আড়ং থেকে এক পিস লুঙ্গি আর পাঞ্জাবী কিনেছিলো.....
অতঃপর কালবৈশাখী ঝড়ে তার সে লুঙ্গি উড়ে গেলো। পাঞ্জাবী থাকায় মান-ইজ্জত ঢেকে কোনক্রমে বাসায় ফিরে আসতে পেরেছিলো সে।" অাস্তাগফিরুল্লাহ!
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯
পুলহ বলেছেন: সময় করে পোস্টটা পড়বার জন্য আপনাকে ধন্যবাদ।
২৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ১লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার মানসে ব্লগার পুলহ বন্ড ভাঙ্গিয়া টাকা তুলিয়া জোড়া ইলিশ কিনিয়া বাসায় ফিরিবার পথে টহল পুলিশ কতৃক জাটকা সহ হাতেনাতে ধৃত হইয়া গারদে ভনভন মাছি বসা বাসী রুটি গুড় খাইয়া নববর্ষ পালন করিল।
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪
পুলহ বলেছেন: এই প্রথম আপনাকে ছড়ায় ছড়ায় কথা না বলে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে দেখলাম...
সময় করে পোস্টটা পড়বার জন্য ধন্যবাদ 'কি করি আজ ভেবে না পাই'...
ভালো থাকবেন!
২৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭
-সাইরাস বলেছেন: ১ নাম্বারটা পড়ে দিলে চোট পেলুম
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
পুলহ বলেছেন: আশা করি- অন্যগুলা পইড়া কিছুটা মজা পাইছেন , হা হা..
মন্তব্যের জন্য ধন্যবাদ -সাইরাস
৩০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৪
ফেরদৌসা রুহী বলেছেন:
কিন্তু আমার পরিচিত অনেকেই বলছে ইলিশ নিয়ে যা হচ্ছে সব মিডিয়ার তৈরি।
আজকেও এক কেজি ইলিশ ১২০০ টাকা কেজি করে তারা কিনেছে।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৩
পুলহ বলেছেন: মিডিয়ার একটা প্রভাব তো থাকেই, কিন্তু এম্নিতেও আমার জানামতে এই সময়ে জাটকার কারণে ইলিশ ধরা নিষেধ আপু...
পাঠ ও মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকা হোক সব সময়!
৩১| ১৩ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪১
সাগর মাঝি বলেছেন: চমৎকার হইছে। পড়ে মজা পাইলাম।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫
পুলহ বলেছেন: আপনি মজা পেয়েছেন শুনে আমারো ভালো লাগছে!
শুভকামনা
৩২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৭
বীরেশ রায় বলেছেন:
সস্তায় যা কিছু আনবেন, যা কিছু দেবেন তা দ্রুতই হারিয়ে যায়! সস্তার ভিড়ে যাকেই যুক্ত করবেন তার সব কিছুই দ্রুতই মিলিয়ে যাবে সেই শূন্যেই। আমরা জীবনের অনেক গুরুত্বপূর্ণ ও মৌলিক এবং সবসময়ের জন্য প্রয়োজন এমন কিছুকেও সেই সস্তার সারিতে নিয়ে দাঁড় করিয়েছি ! আমরা আধুনিক চেতনার অনেক নতুন প্রজন্ম আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের নির্মল চিত্তবিনোদনের মাধ্যম ও অনুষঙ্গ গুলোকেও ঠিক সেই ভাবে সস্তায় মিলিয়ে ফেলেছি! এর পরিণতি হয়তো জাতির সংস্কৃতিকে ভবিষ্যতে করে তুলবে অন্তঃসারশূণ্য! অন্যদিকে এরই সুযোগে অন্তঃসারশূন্য ধর্মপ্রাণ মৌলবাদী গোষ্ঠীও প্রকাশ্যে-অপ্রকাশ্যে জাতির মেরুদ্বন্ড এই সংস্কৃতির বুকে হানছে একের পর এক আঘাত! এমন কি নতুন প্রজন্মের উল্লেখযোগ্য একটা অংশকেও এই অন্তঃসারশূন্য ধর্মপ্রাণ মৌলবাদী গোষ্ঠী নিজেদের দলে টেনে নিতে সক্ষম হয়েছেন। এখন দেখা যাক সময়ের পথ চলায় আধিপত্যের বিস্তারে কোনটি টিকে থাকে আর কোনটি হারিয়ে যায়!!
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৫
পুলহ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩
রমিত বলেছেন: নববর্ষের চমৎকার উপহার দিলেন।
আপনার লুঙ্গির কৌতুকটা পড়ে আমি হাসতে হাসতে শেষ।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬
পুলহ বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারো ভালো লাগলো।
শুভকামনা আপনার জন্য!
৩৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৫
ডি মুন বলেছেন: (৩)
বিয়ের পর মেয়েটি ছেলেটিকে বলেছিলোঃ "এই বৈশাখে আমি তোমাকে ইলিশ রান্না করে খাওয়াবো...."
এরপর থেকে মেয়েটি তার এক কানে কম শোনে।
.দারুণ।
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
পুলহ বলেছেন: ডি মুন ভাইকে মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকবেন অনেক। শুভেচ্ছা!
৩৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০২
সুলেমানের বাপ বলেছেন: লেখাটা খুব মজার হই নাই, সুলেমানরে পইড়া শোনাব তবুও
১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭
পুলহ বলেছেন: সুলেমানের প্রতি শুভেচ্ছা রইলো !
৩৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৮
সুশীল দত্ত বলেছেন: ইলিশে এলার্জি
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৮
পুলহ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। এলার্জির ব্যাপারটা দুঃখজনক !
৩৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫
Ahmed Musa বলেছেন: মতি কন্ঠে প্রকাশ হবে বখাটেদের সাক্ষাতকার.......
জাতীয় বখাটে লীগের কেন্দ্রীয় সভাপতি সকল বখাটেদের টিএসসি সহ সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিতে বলবেন। এবং মেয়েদের কিভাবে ভীরের মধ্যে টিজ করা যায় তার উপর একটা ভাষণ দিবেন বখাটে,জাতীর উদ্দেশ্যে।
অবশ্যই রেডিও টিভি সেগুলো গুরত্ব সহকারে প্রচার করবে।...
১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
পুলহ বলেছেন: সময় করে লেখাটা পড়ার জন্য ধন্যবাদ।
৩৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: লেখক বলেছেন: এই প্রথম আপনাকে ছড়ায় ছড়ায় কথা না বলে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলতে দেখলাম...
হা হা হা
আমারে পাইছ কি?
ছন্দের বস্তা?
সুইচ দিলে বেরুবে
নয় অত সস্তা।
তোমাদের মত বাপু
অত নেই বুদ্ধি;
মাথায় যা খেলে কভু
লিখি মাঝি মধ্যি।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯
জুন বলেছেন: লটারিতে লাখ টাকা পেয়ে ভাগ্য খুলে গেলো জসীমের। পূরণ হোল লাখপতি হওয়ার স্বপ্ন ......
অতঃপর পহেলা বৈশাখে এক হালি ইলিশ কিনতে যেয়ে আজ সে পথের ফকির
হা হা হা দারুন জোকস পুলহ।
+