নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফুর রহমান

রাক

রাক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল জয় এবং নরেন্দ্র মোদীর শুভেচ্ছা

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৮:২৪

শত মানুষের সাথে চায়ের দোকানে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখার মজা অন্যরকম। ২০০৭ সাল বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশের প্রথম ম্যাচ প্রতিপক্ষ ভারত। খেলা শুরু সন্ধ্যায়। ঈদের আগে ট্রেনের টিকেট পাওয়া আর বাংলাদেশের খেলার সময় চায়ের দোকানে সিট পাওয়া । খেলা শুরুর বেশ কিছু সময় আগেই হাজির। ইন্ডিয়া বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ নিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ। খেলা শুরু। মাশরাফি মুড়ির মত উইকেট নিলো সাথে যোগ দিলো রফিক আর রাজ্জাক। দর্শকদের উল্লাস বলে বলে। ভারত ১৯১ রানে কুপোকাত। বাংলাদেশ দলের বডি ল্যাংগুয়েজ বলে তারা জেতার জন্য খেলছে। তামিম,সাকিব,মুশফিক রোমাঞ্চকর খেলা উপহার দিলো। বাংলাদেশ খুব সহজে ভারতকে হারালো। আমরা বিজয় মিছিল করতে করতে বাসায় আসলাম।
রাস্তার নেড়া কুত্তারা সবসময় ঘেউ ঘেউ করে।
২০০৭ বিশ্বকাপের বাংলাদেশ ভারত ম্যাচের নায়ক মাশরাফি এখন ক্যাপ্টেন। তামিম,সাকিব,মুশফিক দলের সাথে আছে।সাকিব,মুশফিক ধারাবাহিক। তামিম বরাবব ভারতের বলারদের ভাল খেলে। গড় প্রায় ৪০। মাহমুদউল্লাহ জীবনের সেরা ফর্মে। সৌম্য আর সাব্বির দুর্দান্ত খেলছে। নাসির আবার ধারাবাহিক হচ্ছে। গতিদানব রুবেল সাথে এসময়ের প্রতিভাবান তাসকিন। হাফ চান্সকে ফুল করতে হবে। জীবনের সেরা খেলাটা খেলতে হবে। জয় আমাদের ঠেকায় কে? ১৬ কোটি মানুষের ভালবাসা দলের সাথে। এবার ক্রিকেট টিম ল্যাপ অফ অনার দিবে প্রকৃত ওয়ান। এটা হবে পুরো জাতির জন্য গৌরবের। আমরা আবার বিজয় মিছিল করবো। আমরা ক্রিকেট ক্রেইজি নেইশন।
কোয়ার্টার ফাইনালে উঠায় বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে ডেভিড ক্যামেরুন (প্রথম আলো অনলাইন)। নরেন্দ্র মোদীর শুভেচ্ছার অপেক্ষায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.