নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।ব্যর্থতার মাঝেই সফলতাকে খুঁজি।

ফেক রুধির

ফেক রুধির › বিস্তারিত পোস্টঃ

আসলেই মানুষ ভবিষ্যৎ দেখতে পারে?

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

আপনি চিন্তা করুন আপনার ভবিষ্যৎ নিয়ে।ভাবুন জীবনের সামনে গোছালো একটা জীবন নিয়ে।কল্পণা করুন সেই দিন গুলোকে যেই দিন গুলোর জন্য সত্যিই আপনি অপেক্ষা করে আছেন।যেখানে সুন্দর সাজানো থাকবে সব কিছু।চিন্তার গভীরে থেকে গভীরে প্রবেশ করুন দেখবেন আপনার অতীত আপানার কাছে ফিরে এসেছে।ঠিক নতুন একটা পরিবেশ নতুন একটা শ্লট এ আপনি আপনার অতীতের ঘটনার পুনরাবিত্তি দেখতে পারবেন এবং আপনি আপনার অতীতে ফিরে যাবেন পরিপুর্ণ ভাবে।আপনার ভবিষ্যৎ আপনাকে পেছনে ফিরিয়ে নিয়ে যাবে ঠিক যেখানটায় আপনার শৈশবের শুরু হয়েছিল যে বয়স থেকে আপনি জীবনের ঘটনা গুলোকে মনে রাখতে পেরেছেন।হ্যা আপনি খেয়াল করে দেখবেন।আপনি একটা কাজ করছেন হঠাৎ করে মনে হলো এই কাজটা এমন পরিবেশে এর আগেও করেছিলাম।এমনটা মনে হবার দুইটা কারন থাকতে পারেঃ-
১. ভবিষ্যৎ দেখা।মানুষ ভবিষ্যৎ দেখতে পারে কিনা এইটা নির্ভর করে মানুষের চিন্তা শক্তির উপর।মানুষ যে বিষয় নিয়ে চিন্তা করবে সেইটা দুইটি পর্যায়ে যেতে পারে সেটার কোন সংজ্ঞা কিম্বা সমাধান পাবে না অথবা মস্তিষ্ক নিজেই একটা সমাধান চিন্তা করে সংরক্ষণ করে রেখে দেবে নিজের কাছে।সেটা শুধু জানবে অবচেতন মন।আর চেতন মন বাস্তবিক একটা ধারণা থেকে কিছু একটা সমাধান দিয়ে দেবে আপনাকে।আসল সমাধানটা থেকে যাবে ভবিষ্যতের জন্য অবচেতন মনের কাছে।আপনি যখন কোন একটা ঘটনার সম্মুখীন হবেন অবচেতন মন সচেতন মনকে জানিয়ে দিবে ঐ ঘটনার কথা যেটা অবচেতন মন আগেই জেনে গিয়েছিলো।আর তখন মনে হতে পারে আগেও এমন কিছু ঘটেছিলো।
২.পুর্বের ঘটনার প্রতিফলন।ছোট বেলায় আপনার একটা ডেস্টিনি ছিলো সেখানে আপনি অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন।সেগুলো আপনার স্মৃতিতে রয়ে গেছে।ঠিক আপনি বড় হবার পড় ঐ ঘটনার রিপিট হলো।মনে হলো একই স্থানে একই ভাবে কোন এক সময় আগে এমন ঘটনা ঘটেছে।আসলে জায়গার ভিন্নতা সময়রের ভিন্নতা থাকতে পারে কিন্তু যে মানুষিক চাপে এমন ঘটানা ঘটেছে কিম্বা যে পরিস্থিতিতে এমন ঘটনা ঘটেছে দুইটা অবস্থা সমান কিংম্বা একই ছিলো।এই কারনে সময় আর অবস্থার ভিন্নতা থাকলেও শুধু মাত্র পরিস্থিতি এক হবার কারনে এমন হতে পারে।

এরপরেও প্রশ্ন থেকে যায়।আমরা কিন্তু কখনোই পুর্বের ঘটনাটা মনে করতে পারিনা।এমন ঘটানা পুর্বে ঘটে থাকলে আমরা অবশ্যই মনে করতে পারতাম।মানুষের জীবন একটা সার্কেল এ বাধা বয়স বাড়ার সাথে সাথে সার্কেল এ পরিবর্তন আসে কিন্তু জীবনের ঘটনা গুলো নতুন রুপে রিপিট হয় কি? নাকি আসলেই মানুষ ভবিষ্যৎ দেখতে পারে?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: :> মোল্লাদের 'খোয়াবনামা' কিতাবের ভূমিকা লিখছেন।
এখন আপনি চাইলে 'ঝাড়ফুকনামা' রচনা করে বিনাভোটে নিবাচিত এম.পিদের পথের কাটা দূর করতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.