নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।ব্যর্থতার মাঝেই সফলতাকে খুঁজি।

ফেক রুধির

ফেক রুধির › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের ফেরিওয়ালা

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১:৩৭

অনন্ত কালের পথে হেটে চলেছি আমি এক গুচ্ছ স্বপ্ন বেচবো বলে।
তিল তিল করে গড়ে তুলেছি নিজেকে যোগ্যতার আসনে
অধিষ্ঠিত করবার প্রয়াসে।শুধুই এক গুচ্ছ স্বপ্ন বেচবার আশায়।
সেই জন্মের পর থেকে পৃথিবীর পথে পথে একেকটা ঘটনার
জন্মদিয়ে সময়ের সাথে নিজেকে শুধুই স্রোতের মাঝে টিকে
রাখবার চেষ্টায়, সমাজের অমোঘ নিয়ম গুলোই মেনে চলেছি।
এখনো! সেই স্রোতের বাহিরের কেউ নই আমি।
আর সবার মত স্বপ্ন দেখি , আর স্বপ্ন সাজিয়ে
ফেরি করবার আশায় নিজেকে বাচিয়ে রাখবার
চেষ্টায় মেতে থাকি।কীভাবে একটু ভালো করা যায়,
যেন ভালো রাখা যায় আর সবাইকে।
নিজেকে নিয়ে ভাববার প্রয়াস কখনো পাইনি।
এতটুকু সময় ও নিজেকে চিনবার পেছনে
ব্যয় করবার মত ধারণাই আমার ছিলো না।
শুধু স্বপ্ন দেখে গেছি সমাজের শেখানো স্রোতের মত।
তাই!কোন এক গভীর রাতে যখন আকাশের চাঁদ
হেলে পড়ে নারিকেল গাছের ঠিক শীর্ষ পাতার মাথায়,
আকাশ ভরা তারা জ্বল-জ্বল করে তাকিয়ে থাকে
পৃথিবীর বুকে।তখন ঝুল বারান্দায় বসে আমি ভাবতে
থাকি,এক রাস বিষন্নতা আমায় গ্রাস করে।সব আছে
তবুও অতীত আর একাকীত্ব আমাকে জর্জরিত করে।
ভাবতে থাকি স্রোতের বিপরীতে কোনদিন আমি যেতে
পারিনি।আর তাই জীবনের শেষ সময়ে এসে নিজেকে নিয়ে
ভাবতে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলাম, আমি তো নিজেকেই
চিনতে পারছিনা!আমার ভেতরের অস্তিত্ব! আমার ভেতরের মানুষ!
আজ নাড়া দিয়ে ওঠে, ভেতরের চাওয়াটা সমাজের মত
ছিলোনা!কিন্তু সমাজ কে জাগাবার জন্য তার চাহিদা ছিলো।
তবুও সমাজ কে বাদ দিয়ে চলবার সাহস ও
কোনদিন করে উঠবার মত ভাবনা মাথায় আসেনি।
কেউ হয়তো করবে সেই প্রতীক্ষায় থেকেছি।
আর সব সাধারণের চেয়ে ভাবনায় ভিন্নতা হলেও,নিজেকে
সমাজের নিয়মের বাহিরের মানুষ ভাবতে পারিনি।
তাই তো সমাজের নিয়মের বেড়াজালে বন্দী হয়ে আমি এক
স্বপ্নের ফেরিওয়ালা!!!

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


"অনন্ত কালের পথে হেটে চলেছি আমি এক গুচ্ছ স্বপ্ন বেচবো বলে। "

-এই লাইনটা পড়ার পর, আর পড়তে ইচ্ছে হলো না।

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

ফেক রুধির বলেছেন: এটা আপনার একান্ত ব্যক্তি গত।আমি লেখক হিসেবে একেবারেই নতুন তাই হয়তো ভুল হতেই পারে,কীভাবে শুরু করতে হয় এখনো বুঝে উঠতে পারিনি।তবে যা আমি বুঝাতে চেয়েছি। পুরোটা না পড়লে শুরুর লাইনের সম্পর্কে ধারণা না আসবার ই কথা, আবার পুড়টা পড়েও যে ধারণা আসতে পারে তাও না।কারন লেখক হিসেবে এখনো সার্থকতা অর্জন করতে পারিনি।চেষ্টা করবো।

২| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ৯:৪৯

ভবঘুরে যাত্রি বলেছেন: খুব সুন্দর :D

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১১

ফেক রুধির বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৪ শে মার্চ, ২০১৭ সকাল ১০:১২

ধ্রুবক আলো বলেছেন: স্বপ্ন বেচার জিনিস নয়, স্বপ্ন বিলি করার জিনিস।

২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১০

ফেক রুধির বলেছেন: আসলেই ঠিক স্বপ্ন বিলি করবার মতই জিনিস।
কিন্তু আমাদের সমাজ স্বপ্নকে বেচতে শেখায়।
আমাদের সমাজে যখন একজন একটু বুঝতে শেখে তার কি করা দরকার।কিম্বা কোন জিনিসটা তার সাথে যাবে। ঠিক তখন তার উপরে চাপিয়ে দেওয়া হয় ডাক্তার কিম্বা ইঞ্জিনিয়ার অথবা অন্তত অনার্স করে একটা ভালো চাকরি করবার স্বপ্ন।কেউ যদি সাহিত্যিক হতে চায় কিম্বা কেউ খেলোয়াড় অথবা অন্য কোন কিছু তাকে লড়তে হয়,লড়ে জয়ী হতে পারলে সমাজ তাকে বাহবা দেয় আর না হলে দূরে ছুড়ে মারে।আর এই লড়বার সময় টুকুতেও সে যাতে ভালো কিছু করবার আশা হারিয়ে ফেলে সে জন্য পেছন থেকে নানা কথা শুনিয়ে থাকে , কারন সে সমাজের দেখানো পথে হাটছে না।আর অধিকাংশ লড়তে ভয় পায়।আর তখন সমাজের সাথে তাল মিলিয়ে সমাজের দেখানো পেশাকে নিজের মনে করে সেটা দিয়ে জীবনে কি করবে সেই স্বপ্ন দেখতে শুরু করে।আর তখন সেই স্বপ্নটা আর নিজের থাকে না।সেটা থাকে অন্যের জন্য কিছু করবার স্বপ্ন,( জাতে সমাজের মানুষ পেছনে কথা না বলে।) আর যে স্বপ্ন অন্যের, সেটা কখনো বিলি করা যায় না।সেটা বেচতে হয়।

৪| ২৪ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:১৯

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

ফেক রুধির বলেছেন: ধন্যবাদ

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:২৩

ফেক রুধির বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.