![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুষিত রক্ত ছলকে ছলকে ওঠে
নষ্ট সময় গুলো প্রতিবাদ করে
ফিরিয়ে দিতে চায় ঐসব পিশাচদের
যাদের পাপে কেঁদে ওঠে সমস্ত শহর
নর মাংস খাদকের মত মাংসাশী
কয়েক লক্ষ পোকা কিলবিল করে
টুকরো টুকরো করে খেয়ে ফেলে মস্তিষ্কে
থাকা বিবেক বহন করা নিউরণ গুলোকে
নির্লজ্জের মত অন্ধ অনুসারীরা সব
নিজেকে অনুভুতিহীন পাথর দানব
বানিয়ে ফেলে শরীরে প্রবাহমান
লহীত রক্তকণিকাকে অগ্রায্য করে
ঝাপিয়ে পড়ে অনুভূতিশীল প্রাণের উপর
যে প্রাণ তার পূন্য দিয়ে গড়তে চেয়েছে
হাজারো সফল জীবন......
তবুও সে প্রাণ আজ বন্দী
তার আকাঙ্ক্ষা আজ শেকলে বাঁধা
চারিদিকে রক্তের ঘ্রাণে উম্মাদ শকুনের
মত তীক্ষ ঠোঁট সূর্যের আলোয় চক চক
করে ওঠে তাদের মনুষত্যহীতায় লজ্জা
পায় সুশীল সমাজ টক শোয়ে ঝাল-মিষ্টি
কব্য কবিতায় সাজিয়ে নতুন নতুন রেসিপি
সাজিয়ে তোলে কিন্তু সেই রেসিপি আর
রান্না হয়না উলটো শকুন গুলো
হয়ে ওঠে হায়না বুদ্ধিহীন একচোখা
আর ওত পেতে থাকে বিশুদ্ধ রক্তের আশায়
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: আরেকবার পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।