![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর নিরুর সাথে দেখা হলো।সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় বদলায় না শুধু পুরানো সম্পর্ক গুলো।যে সম্পর্ক গুলোতে শুধু আত্মিকটান টাই মুখ্য হয়ে থাকে।
সময়ের স্রোতে নিয়মের বেড়াজালে দুজনের দূরত্ব টা শুধু পার্থক্য গড়ে তুলেছে শহরের কিলোমিটারের রাস্তা, কংক্রিটে মোড়ানো হাজারো বহুতল ভবন আর লোহার গেট আর গ্রীল ওয়ালা জানালার কপাট।
নিরু দাড়িয়ে আছে সেই জানালায় , এলোচুলে বিলি কেটে দিচ্ছে শহুরে বাতাস, উন্মুক্ত নীল চাদরে ঢাকা আকাশ এখন নিরুর ভাবনার জগৎ, এলোমেলো চিন্তা গুলো পাখা মেলে উড়ে বেরাচ্ছে মেঘেদের সাথে।
দু-একটা চড়ুই হয়তো নিরুর সামনে বসে কিচিরমিচির করছে, সেটাতে নিরুর ভাবনায় কোন সমস্যা হচ্ছে না উলটো ভাবনার নতুন উপকরণ হয়ে গেছে।ওরা নিরু কে ভয় পায় না, তাই নিরুর কাছাকাছি থাকে।
ভবিষৎ এর দিন গুলোর চেয়ে পরের দিনটাই এখন নিরুর কাছে মুখ্য বিষয়। এক একটা দিন একেকটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে নিরুর জন্য।আর নতুন দিনটা ভালোভাবে কেটে গেলেই নিরুর মুক্তি।
তেমন কোন কথাই হয়নি নিরুর সাথে, শুধু লেমোনেড এর টক স্বাদ আর কিছু খুচরো আলাপ,জীবনের নিরুত্তর কিছু গল্প আর সোনালী অতীতের কিছু মানুষকে স্বরণ।
জানিনা অমোঘ চিন্তার মেঘ নিয়েও একটা মানুষ অবলীলায় হাসতে পারে কীভাবে?এটাই হয়তো বড় হয়ে ওঠা জীবনের জন্য।নিরুর চোখে তাকিয়ে থাকতে পারিনি ,পাছে ভেতরটা জানা হয়ে যায়।
তবুও জীবনের জন্য আসলে কীসের প্রয়োজন? নিঃসঙ্গতা ? না কী সবাইকে নিয়ে ভালো থাকা? বাস্তবতা হয়তো শিখিয়ে দেবে সময়ের প্রয়োজন।
শেষ সন্ধ্যা কাটিয়ে রাত এর শুরু হয়ে গেছে ততক্ষণে , নিশ্চুপ বিদায়ের ঘন্টা বাজিয়েই পীচ ঢালা পথে দুজনের প্রস্থান রাস্তার দুই দিকে।কিট ক্যাটের দিকে তাকিয়ে মনে হলো ধন্যবাদ দেওয়া হয়নি নিরুকে , বলা হয়নি সবকিছুর পরেও ভালো থেক নিরু......
২৬-০৪-২০১৯
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১০
ফেক রুধির বলেছেন: বৃষ্টি ছিলো না তাই...
২| ২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:১৪
আপেক্ষিক মানুষ বলেছেন: আবেগী করে দিলেন মশাই...
৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪১
মাহমুদুর রহমান বলেছেন: বেশ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৮
রাজীব নুর বলেছেন: নিরুর সাথে বসে কফি খাওয়া হলো না কেন?