![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হয়তো হারিয়ে যাবো নীল সমুদ্রের মাঝে,
যেখানে অসংখ্য কীট অপেক্ষা করছে আমাকে খুবলে খাবার জন্য।
হয়তো যখন গভীর থেকে গভীরে তলিয়ে যেতে থাকবো
গভীর জলের জীবাশ্ব গুলো আমার ঝকঝকে হাড়ের সাথে
বিক্রিয়া ঘটিয়ে মুহুর্তে পাউডার বানিয়ে দেবে !
এরপর তারও গভীর এ থাকা ক্ষুধার্থ চিংড়ি গুলো অজ্ঞাত সারেই
আমার সেই হারের গুড়ো গুলোকে খেয়ে আমার প্রাণের অংশ হয়ে রবে।
এক আমি তখন রয়ে যাবো হাজারো প্রাণের মাঝে...
২৫-নভেম্বর-২০১৯, ১১ই,অগ্রাহায়ণ,১৪২৬, রাত্র ৮ঃ০০ ঘটিকা
২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:২১
ফেক রুধির বলেছেন: সত্যিই হারিয়ে গেলে ফিরবার একটা আদি ইচ্ছে মনে থেকেই যায়।
২| ২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময়।
২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৪
ফেক রুধির বলেছেন: আবেগময়তাই আজকাল জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে।ধন্যবাদ।
৩| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৫০
রাইসুল সাগর বলেছেন: হারিয়ে যাওয়া আমার কাছে সব সময় আনন্দময়। শুভকামনা জানিবেন নিরন্তর।
২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৪
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ।
৪| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৩০
নার্গিস জামান বলেছেন: অনেক সুন্দর
২৪ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৫
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৩০
নুরহোসেন নুর বলেছেন: হারিয়ে যেতে ইচ্ছে করে অজানায়,
হারিয়ে গেলে আবার পরিচিতদের মাঝে ফিরতে ইচ্ছে হয়!
অসহ্য এক দো টানা।