![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় নিরুপমা,
তোমার পদ ধুলি নেবার সাহস আমার নেই ,
কারণ তোমার শরীরের দামি সেন্টের সুবাস !
আমাদের মাঝে তুলে দিয়েছে অদৃশ্য দেয়াল ।
নিরুপমা , যদি কোনদিন মনে পড়ে একবার
মনে করো ,তবে! ভালোবাসা চাইবো না।
কারণ এলোমেলো ঠিক পিছিয়ে থাকা
ছন্নছাড়া কাউকে কেউ চোখ মেলে দেখে না ,
দেখবার প্রয়োজন ও বোধকরি নেই।
কর্পোরেট মুগ্ধতা , বসুন্ধরার বুকে আলিশান
চাকচিক্য , এসির হাওয়া লাগিয়ে লং ট্যুর !
উচ্ছল হাসি আর কৃত্তিম ভালো থাকার অভিনয়।
এসবের ভীরে আমার দেওয়া খোপায় সাজানো
শিউলির গন্ধভরা মালা, হাতের কব্জিতে পড়া
বকুল ফুলের ব্রেসলেট হারিয়েই গেছে।
অতি ক্ষুদ্র হয়তোবা কম দামী উপহার গুলো
ভালোবাসার ছোঁয়া পেয়ে অমূল্য হয়েও আজ ,
মূল্যহীন।
তোমার দেওয়া ভালোবাসা গুলো খুব যত্ন করে সাজানো আছে।
চাইলে নিয়ে যেতে পারো সাথে দু'ফোটা অশ্রু ও দিয়ে দিবো।
ভালোবাসা ধুয়ে নিয়ে কবর দিও।
ইতি,
নির্বাক প্রেমিক
১লা আগষ্ট ২০২১ , ১৬ই শ্রাবণ ১৪২৮ , রাত ১২-০০টা
১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১৭
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০২১ সকাল ৯:১৭
আরোহী আশা বলেছেন: চমৎকার কবিতা