![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী নামক গোলক ধাঁধায় ,
আটকে গেছি কিসের আশায়?
জীবন এখন থমকে গেলেও ,
ভাতের জন্য করছে লড়াই।
রোগ এসে সব বদ্ধ ঘরে,
কাদছে শিশু ক্ষুধার জ্বালায়!
বুক ফেটে যায় , বুক ফেটে যায়!
পথে এসে দাঁড়ায় পিতা!
কাজের আশায়!
এক মুঠো ভাত , এক ঘটি ডাল।
কোথায় পাবো এই চিন্তায় পাগল প্রায়!
মধ্যবিত্ত বদ্ধ ঘরে চাকরিহীন ধুঁকছে।
সেই দেশেতেই উচ্চ বিত্ত মদ-গানে-মাতছে।
দারিদ্র পারে নিচে নামাতে, ছোট্ট কাজেও
জীবন বাঁচাতে।
মধ্যবিত্ত যাবে কোথায়?
না পারে উপরে যেতে না পারে নিচে নামতে।
আত্ম সন্মান বোধে আর সমাজের কথা ভেবে!
মধ্যবিত্ত শুধুই ধুকে ধুকে মরে।
কবে হবে শেষ? এই অনাচার?
জীবন নামের শেকল পায়ে।
বেঁচে উঠবো আবার কবে ।
সু-শৃখল এই ধরাতে...
১০-০৮-২১ ,২৪-শ্রাবণ-১৪২৮, রাত ১১টা
১১ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২১
ফেক রুধির বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:১১
হাবিব বলেছেন: সুন্দর কবিতা