নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন ব্যর্থ মানুষ।ব্যর্থতার মাঝেই সফলতাকে খুঁজি।

ফেক রুধির

ফেক রুধির › বিস্তারিত পোস্টঃ

\'বাসন্তীকে ফিরে দেখা\'

১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:০৪

বাসন্তী আবারও বসন্ত এলো,
এলোমেলো ভাবনার চিত্রপটে
অলক্ষ্যে আঁকতে শুরু করলাম তোমায়!
সেই চির চেনা হাসি, সুমুদ্রের মত
গভীরতা ভরা চোখে, ঝলমলে চাহুনি।
চপলতা-চঞ্চলতা আবার শান্ত খুব শান্ত তোমার প্রাণ।

সময়ের আবর্তে ঘুরপাক খেতে থাকা জীবন!
শীতের কুয়াশা সরিয়ে
আবারও রোদ ঝলমলে রঙিন বসন্তে আবর্তিত হলো।
অথচ দেখো ফাগুনের প্রথম দিন গুলো কতটা আপন ছিলো।
কতটা গুরুত্বপূর্ণ হয়ে ধরা দিতো।
কিন্তু আজ ! কোথায় সেই আকর্ষণ?

কোথায় যেন থেমে গিয়েছে সময় জীবনের চাপে।
অনন্ত ব্যাস্ততায়।
যাক গে, সে সব কথা থাক।
যে সব কিছুই সময়ের বেড়াজালে পড়ে আছে স্মৃতিতে।

বাসন্তী জানি!
ভোর হবে , জানালার গ্লাস খুলে তাকাবে দূরে
ফাগুনের রঙ খুজে নিতে চাইবে তোমার দুচোখ!
বসন্তের বাতাস ঝাপটা দিবে মুখে।
চোখ বন্ধ করে অনুভব করবে বসন্তের স্নিগ্ধ শীতল বাতাস।
মনের অজান্তেই নিজেকে রাঙিয়ে তুলবে শাড়িতে।
চুড়ির মাঝে ঝড়বে সূরের আভাস।
ঠোঁটের কোণে মিষ্টি হাসি নিয়ে
তার ছোট্ট প্রশংসার জন্য হয়তো অপেক্ষার প্রহর গুনবে।
নতুবা ফিরে যাবে সেই দিনে যেদিন প্রথম বসন্ত,
আনন্দ নিয়ে এসেছিলো জীবনে.......
১লা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ। ১৪ ফেব্রুয়ারি ২০২৩। রাতঃ ১টা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সু্‌দর ।+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.