নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"চলে যাওয়া মানে, প্রস্থান নয়\"

রুদ্র নাহিদ

দিব্যি বেঁচে আছি আজ শতবর্ষে বুনো ঘাসফুল

রুদ্র নাহিদ › বিস্তারিত পোস্টঃ

তোমার মতো কবিতা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪২

অনুর্বর মস্তিষ্ক জুড়ে সুবিশাল শব্দভান্ডার
রোজ কবিতার মতো একেকটা তরতাজা স্বাধীন লাশ হয়ে আসে ।
আমার কবিতারা বড্ড তোমাতে পেয়েছে,
তোমার রোগে - শোকে জীর্ন অস্থিসার ।
খুব অভিমানী, কথা শোনে না, হাঁটতে চায়, বসতে চায় কখনো তো উড়ে যেতে চায় সীমানায়।


আমার কবিতারা বড্ড তোমাতে হয়েছে,
তোমার মতোই চেয়েছে পরিণাম ।
তাই তো, কাফনের মলাটে সাদা প্রচ্ছদ দিয়েছি,
আগরবাতির গন্ধ প্রতি পৃষ্ঠা হতে পৃষ্ঠায়।


আমার কবিতারা বড্ড তোমাতে হয়েছে, তাই তোমার মতোই শুয়ে যায় অন্ধকার,
....দীর্ঘ সাড়ে তিন পৃষ্ঠায়!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:০৮

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪০

রুদ্র নাহিদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

রুদ্র নাহিদ বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



ভাবনায় অভিনবত্ব! অনন্য কবিতা!

৫| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫০

ভ্রমরের ডানা বলেছেন:



মন্তব্যের প্রতি উত্তর করতে এই কমেন্টের সবুজ এর‍্যোতে ক্লিক করুন। একটা বক্স আসবে। ওতে লেখুন প্রতিউত্তর। তবেও কমেন্টের নোটিফিকেশন মন্তব্যকারী পাবে। নইলে নয়!

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২১

খায়রুল আহসান বলেছেন: আপনার প্রথম পোস্টটি পড়ে গেলাম। প্রথম প্রয়াস (এই ব্লগে) হিসেবে মন্দ হয়নি।

ব্লগিং এ সুস্বাগতম, শুভ হোক আপনার ব্লগযাত্রা, আনন্দময় হোক ব্লগ বিচরণ! !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.