![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাজা মৃত্যু মিছিল শেষে ঘুমোয় বিপ্লব ,
এখনো বারুদের গন্ধ হাতে, এখনো রক্তের শুকনো ছিটছিটে দাগ ।
শুকনো গলায় জোঁকের মতোন আঁকড়ে ছিড়ে খাচ্ছে স্লোগান ।
কতরাত ঘুমায়নি ক্লান্ত এ চোখ -- ঘুমায়নি স্বপ্নের মতো উজ্জল ঝলমলে ভবিষ্যৎ ।
শুধু রাতের নিউজ বুলেটিন শুনে কেউ কেউ হাসে,
শোরগোলে বলে, বিপ্লব হোক বিপ্লব ।
গ্লাসের ঠান্ডা চামড়ায় পশমের মতো কালো হাত ।
মদের বোতলে তাজা রক্ত ।
খুব দূরে একদল নেকড়ে ডাকে রাতে ,
এক দল নেকড়ে হাসে রাতে ।
১৩ ই মে, ২০২০ সকাল ৭:০৫
রুদ্র নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২০ রাত ১২:১১
এনাম আহমেদ বলেছেন: ভাল লেগেছে কবিতাটি।