নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"চলে যাওয়া মানে, প্রস্থান নয়\"

রুদ্র নাহিদ

দিব্যি বেঁচে আছি আজ শতবর্ষে বুনো ঘাসফুল

রুদ্র নাহিদ › বিস্তারিত পোস্টঃ

"এক বছরের কবিতা"

০১ লা জুন, ২০২০ রাত ১:৫২

এক বছরে কত কিছু বদলে গেছে
এক বছরে কত সময় চলে গেছে গন্তব্যে ।
বদলে গেছে পুরনো গল্প, পুরনো গান
এক বছর অনেকটা সময় ।
অনেকটা দিন, অনেকটা রাত, অনেকটা সকাল ।
বদলে গেছে এটো চা-পাতায় দাগা কাপ
নড়বড়ে টেবিল, হাতলভাঙ্গা চেয়ার ।
এক বছরে খুব দ্রুতই আড্ডায় নামে সন্ধ্যা
বাড়ি যাবার তাড়া, অজুহাতের হাতকড়া ।
একবছরে অভিমানের শেকড় ছুঁয়ে ফেলে দূরত্বের স্পর্শ ,
অভিমানী গাছ বড় হতে থাকে ।
কখনো ঝুপঝাপ মেঘ করে বৃষ্টি নামায়
কখনো রোদে শুষে খায় ।
এক বছরে শাড়ির আঁচলে রং হারায়,
প্রিয় চুড়িগুলোয় শুকনো রক্তের দাগ মানায়
কিছু টিপ বোধহয় আয়নায় শোভা পায় ।
এক বছরে আজন্ম সাধে রাখা চুল ওড়ে খেয়ালী অবহেলায় ।
এক বছর কতো'টা সময়,
কতো'টা পথ পাড়ি দিতে হয় ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ রাত ৩:০২

সােহবর বলেছেন: bangla kobita

২| ০১ লা জুন, ২০২০ রাত ৩:০৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এক বছর কতো'টা সময়,
কতো'টা পথ পাড়ি দিতে হয় ।

..........................................................
সুখের সময় হলে এক সেকেন্ড
আর দু:খের হলে এক সাগর ।

০১ লা জুন, ২০২০ ভোর ৪:২৭

রুদ্র নাহিদ বলেছেন: এই এক মুহুর্তে জন্যই বেঁচে থাকার নামই হয়তো জীবন ।

৩| ০১ লা জুন, ২০২০ ভোর ৫:০৪

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর উপস্থাপন । ভালো থাকুন।

০১ লা জুন, ২০২০ দুপুর ১:১৩

রুদ্র নাহিদ বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম । ভালো থাকুন ।

৪| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: হজ সরল সুন্দর।

০১ লা জুন, ২০২০ দুপুর ১:১৪

রুদ্র নাহিদ বলেছেন: ধন্যবাদ । সুস্থ থাকুন সবসময় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.