![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
যেখানে প্রেম নেই, সেখানে কোন বিক্ষোভ নেই ।
যেখানে প্রেম নেই, সেখানে কোন প্রান নেই ।
একটু চুমুর জন্য দাঙ্গা হোক ,
শুধু একবার স্পর্শের স্বপ্নে,
হামলে পড়ুক উৎসুক শতকোটি লোক ।
একটুকু ভালোবাসার অধিকারে, সংগ্রাম করে
বিদ্রোহী একশো একটি শাদা ফুল ।
(২)
এমন কালবৈশাখে সন্ধ্যায় ,
হঠাৎ ভুল করে অন্যমনস্ক হাত যদি ছুঁয়ে ফেলে তোমার দু'হাত ।
তখন রাজ্যের বিতৃষ্ণা একপাশে রেখে,
চোখে সুগভীর বিষ্ময় নিয়ে,
চমকে যাবে আমার সাথে ?
(৩)
সাড়ে কুড়িটি বসন্ত পর এলো যৌবন,
পায়ের তলাতে মাটি নেই,
রদ্দুরে পুড়ে গেছে কপালের ঘাম -
কি দাম নেবে, এলে যে বিদায়ী বিকেল শেষে ।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:৫২
রুদ্র নাহিদ বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ০৫ ই জুন, ২০২০ দুপুর ১:৩২
রাজীব নুর বলেছেন: সুন্দর।
আবেগময়।
০৫ ই জুন, ২০২০ রাত ১০:৫৩
রুদ্র নাহিদ বলেছেন: ধন্যবাদ। সামান্য কিছু লেখার চেষ্টা।
৩| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:১৮
বিবেকহীন জ্ঞানি বলেছেন: একটুকু ভালোবাসার অধিকারে, সংগ্রাম করে
বিদ্রোহী একশো একটি সাদা ফুল।
বেশ বলেছেন
০৭ ই জুন, ২০২০ রাত ৯:০৭
রুদ্র নাহিদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।
৪| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:২২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর
প্রেমে কোন বিদায়ী বেলা নেই। সব বেলা সমান।
০৭ ই জুন, ২০২০ রাত ৯:০৮
রুদ্র নাহিদ বলেছেন: ঠিক বলেছেন,প্রেম চিরঞ্জীব ।
৫| ০৭ ই জুন, ২০২০ রাত ১১:২৮
মৃন্ময়ী শবনম বলেছেন: কবিতা ভালো হয়েছে।
১০ ই জুন, ২০২০ রাত ১০:২৪
রুদ্র নাহিদ বলেছেন: ভালো লাগলো জেনে। ধন্যবাদ।
৬| ১০ ই জুন, ২০২০ রাত ১:৩৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
প্রতিটি মানুষের জীবন হোক প্রেমময়, ভালোবাসা, মায়া মমতায় স্নিগ্ধ।
১০ ই জুন, ২০২০ রাত ১০:২৪
রুদ্র নাহিদ বলেছেন: ভালোবাসা বেঁচে থাকুক আজীবন
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:২৫
খায়রুল আহসান বলেছেন: 'ছুটো কবিতা'গুলো ভালো হয়েছে। প্রেমময়!
পোস্টে প্লাস। + +
আপনার প্রথম পোস্টটি পড়েও একটা মন্তব্য রেখে এলাম। আশাকরি, সময় করে দেখে নেবেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০২০ ভোর ৫:৪৭
নেওয়াজ আলি বলেছেন: অনুপম, ।