![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপ্রতিদ্বন্দ্বি, অতুলনীয়, অনন্য!
আজকাল একটা শব্দ খুব কানে আসছে- লংমার্চ। অমুক অভিমুখে লংমার্চ। কিন্তু লংমার্চ আসলে কি? ব্যাপারটা সঠিকভাবে বুঝার জন্য নিজের ভয়ংকরী অল্প বিদ্যার ওপর একটা প্রাথমিক ঝালাই দিয়ে দিলাম। শব্দটি ইংরেজি। আরেকটু খোলাসা করে দেখলাম লং মানে লম্বা, মার্চ মানে মার্চ মাস। আবার স্কুল লাইফে মার্চ করা বলতে পিটি করা বুঝতাম। তবে বেশিরভাগ সহপাঠীকে দেখতাম পিটি না করে ফাঁকি দিত। ফাঁকিবাজি জড়িত বলে পিটি করার মানেটা বাদ দিলাম। এর বাইরে আর কিছুই মাথায় আসল না। এভাবে শব্দার্থের জগাখিচুরি পাকিয়ে লংমার্চ-এর মানে দাড়াল লম্বা মার্চ মাস। কিন্তু মার্চ মাস কেন লম্বা হতে যাবে? মার্চ মাস ছাড়া অন্যসব মাসের কী দোষ, তারা কী অপুষ্টিতে ভুগছে? আরো গভীরভাবে ব্যাপারটা বুঝতে গিয়ে জানলাম দিন সংখ্যার দিক দিয়ে অপুষ্টিজনিত কোন সমস্যা নেই। তাহলে শুধু মার্চ মাসই লং হতে যাবে কেন? আমি ব্যক্তিগতভাবে স্কেল দিয়ে মেপে দেখলাম ক্যালেন্ডারের সব মাসের জন্য আয়তকার ঘরগুলোর উচ্চতা সমান। তাই স্বাস্থ্যগত অবস্থার সাথে সাথে স্থাপত্যকৌশলেরর দিক দিয়েও মার্চ মাস লং নয়। মার্চ মাস লং কিনা জানতে গুরুজনের শরণাপন্ন হয়েছিলাম। তিনি বোধহয় উত্তর জানেন না, তাই আমাকে উল্টো প্রশ্ন করলেন, “বাবা, তোমার শরীর ঠিক আছে তো ?” কারণ মাথায় গন্ডগোল আছে এমন লোকের প্রশ্নের কোন ঠিক ঠিকানা নেই। এ ব্যাপারে একটা জোক আছে যেটা কমবেশি সবারই কয়েকশ বার করা শোনা।
এক পাগল, একজন জাপানি লোককে প্রশ্ন করলঃ আচ্ছা ভাই, আপনি কি আমেরিকান?
জাপানি লোক বললঃ জ্বি না ভাই। আমি জাপানি।
পাগল আবার প্রশ্ন করলঃ ভাইজান কি আমেরিকান?
জাপানি লোকটি খুব বিরক্ত হয়ে উত্তর দিলঃ হ্যা। আমি আমেরিকান।
এবার পাগল বললঃ ওমা তাই নাকি! আপনাকে দেখে কিন্তু জাপানি মনে হয়।
যাই হোক, আমি কী এমন প্রশ্ন করে ফেললাম? উনি আমার মাথার কন্ডিশন নিয়ে ইঙ্গিতে কথা বলছেন দেখে আমার উত্তর জানার আগ্রহ শূন্যের কোঠায় নেমে গেল।
লংমার্চ মানে মার্চ মাস লম্বা, আমার এই ঞ্জানের সীমাবদ্ধতা জানতে পেরে এবং আমাকে উপযুক্ত শিক্ষা দেয়ার প্রেরণায় একজন রাজনৈতিক সচেতন বন্ধু এগিয়ে আসে। যদিও লংমার্চের অর্থ নিয়ে ঘাটাঘটি করতে ইচ্ছে করছিল না কিন্তু বন্ধুটির ইলেকট্রনিক বার্তা জানান দিল “কাল সকালে রেডি থাকিস। লংমার্চে যেতে হবে।” আমি মনে মনে খুশি হলাম এই ভেবে যে, কাল লংমার্চের রহস্য উদঘাটন করতে পারব যেহেতু আমি নিজেই লংমার্চে যাচ্ছি। পরদিন লং মার্চের উদ্দেশ্যে বের হতেই আমি রাস্তায় বেশ কিছু মানুষের জটলার মাঝে আমার জনৈক বন্ধুকে লক্ষ্য করলাম। সে জটলার মাঝে ফিসফিস করে মোবাইলে তার বান্ধবীর সাথে অত্যন্ত রোমান্টিক আলাপচারিতায় ব্যস্ত। আমাকে ইঙ্গিতে তার পাশেপাশে হাঁটতে বলল। অনেকক্ষণ কথা বলে সে মোবাইল রেখে দিতেই আমি বললাম, “আমরা লংমার্চে যাচ্ছি কখন?” বন্ধু আমার ঞ্জানের দুরাবস্থায় অত্যন্ত চিন্তিত হয়ে জানাল আমরা অলরেডি লংমার্চ করছি! দেরি না করে লং মার্চের রহস্য জানতে তাকে জিঙ্গেস করলাম, “আচ্ছা দোস্ত, লংমার্চ ব্যাপারটা কি বলবি?” বন্ধু অমায়িক হাসি দিয়ে বলল, “এই যে আমরা পাশাপাশি হাটছি এটাই লংমার্চ।” তার উত্তর শুনে আমি যেন মাটি থেকে আকাশে উঠে গেলাম। রাস্তায় বন্ধুবান্ধব নিয়ে হাঁটার নামই লংমার্চ! বন্ধু আরও তথ্য দিল, লংমার্চ মানে অনেক দীর্ঘ পথ হেঁটে চলা। বুঝতে পারলাম লংমার্চ নিয়ে ঞ্জানের ভান্ডার আমার রাজনৈতিক সচেতন বন্ধুটিরও আমার মতই করুণ দশা।
অনেক দীর্ঘ পথ হেঁটে যেতে হবে এটা ভেবে আমি তাংক্ষণিকভাবে লংমার্চ ছেড়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করতেই আমার বন্ধু বলল, “ আরে দাড়া। আরেকটু সামনে গিয়ে আমরা মাইক্রোবাসে উঠব।” আমি বললাম,“ এটা না লংমার্চ, গাড়িতে করে যাব কেন?” চরম বিরক্ত হয়ে সে জানান দিল, “ ব্যাটা, লংমার্চ বলে সত্যিই সত্যিই ঢাকা থেকে শ’য়ে শ’য়ে কিলোমিটার পায়ে হেঁটে যাব, মাথা খারাপ হয়েছে নাকি। গর্দভ, আমরা এখন প্রতিকী হাঁটা হাঁটছি। তাছাড়া এখন ফিরে যাবি কেন, একটু পরে যা, দেখছিস না মিডিয়ার ক্যামেরা আমাদের ওপর নজর রাখছে।” যুক্তির তুফানে নাস্তানাবুদ হয়ে চুপ মেরে রইলাম। অবশ্য একটু পরেই আমি আরেকটা প্রশ্ন করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। “ দোস্ত, বুঝতে পারতেছি না, আমরা কেন লংমার্চ করছি?” আমার বন্ধু এবার খুশিতে ডগমগ হয়ে জানাল সে তার বান্ধবীর সাথে দেখা করার জন্য লংমার্চে যোগ দিয়েছে। এই লংমার্চের শেষ পয়েন্টে তার বান্ধবীর বাড়ি। অনেক দিন হল বান্ধবীর সাথে নাকি তার দেখা নেই। এমনি এমনি তো বাসা থেকে বান্ধবীর বাসায় যাবার অনুমিত মিলত না। তাছাড়া, ঢাকা ছেড়ে অন্য বিভাগীয় শহরে যাবার মত টাকাও তার নেই। লংমার্চের বদৌলতে, বাসার অনুমতি ও ফ্রি যাওয়ার বন্দোবস্ত হয়েছে বলে সে আর দেরি করে নি। পুরো বৃত্তান্ত শুনে আমি বুঝতে পারলাম, আমার বন্ধুটি লাভজনক উদ্দেশ্য নিয়ে হাঁটলেও আমি হুদাই প্রতিকী হাঁটা হাঁটছি। লংমার্চের তাৎপর্য বুঝতে পেরে জলদি আমি ফিরতি পথ ধরলাম।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
তন্ময় ফেরদৌস বলেছেন: