নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জোস্নার কানে কানে রৌদ্রের কথা বলছি

১ বছর হয়ে গেল পোস্ট, কমেন্ট ব্যান। উকে দেখা যাক

রৌদ্রনীল আহমেদ

অপ্রতিদ্বন্দ্বি, অতুলনীয়, অনন্য!

রৌদ্রনীল আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অভ্র (ছবিব্লগ)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৯



বাংলা ভাষা ভার্চুয়াল জগতে মুখ দেখিয়েছে অভ্র'র মাধ্যমে। বাংলা ইউনিকোড 'অভ্র' বাংলা ভাষার বৈশ্বিক পরিচয়ে অনন্য ভূমিকা রেখেছে সেটা বলাই বাহুল্য। বিজয়- অভ্র বিতর্ক যতটা সমালোচিত তারচেয়েও বেশি আলোচিত হওয়ার কথা ছিল অভ্র'র। তা হয় নি। মেধাবী তরুণ মেহদী হাসান খান অভ্র'কে আমাদের মাঝে এনে দিয়েছিলেন এক বুক স্বপ্নের সফল বাস্তবায়নের মাধ্যমেই। অভ্র'র উত্তোরত্তর আধুনিকায়নে ছিলেন রিফাত-উন-নবী, তানবিন ইসলাম সিয়াম, রাইয়ান কামাল, শাবাব মুস্তফা এবং নিপুন হক। ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে মেহেদি ভাই Omicon Lab প্রতিষ্ঠা করেন।এরপর ২০০৩ সালের ২৬শে মার্চ অভ্র কীবোর্ডটির সুচনা হয়। বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না।অভ্র-কে চিনিয়ে দেয়ার কিছু নেই। চলুন আবার দেখি ইন্টারনেট জগতে বাংলা ভাষার অপরূপ বর্ণমালা ছড়িয়ে দেয়া অভ্রের মুখ ...



























































































































অভ্র'র মেহদী হাসান খান





অভ্র টীম





অভ্র'র শব্দ সৈনিক



মন্তব্য ৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৬

কাছের মানুষ বলেছেন: যদি সুজগ হত মেহেদি ভাই এর সাথে কোলাকুলি করে আসতাম।
অভ্র'র পুরো টিমকে লাল সালাম।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

রানা বলেছেন: মজার খবর হলো এতদিন পর বাংলা একাডেমীর মনে হয়েছে বাংলা লেখার একটি সফটওয়্যার দরকার। তার জন্য তারা দ্রুতগতিতে কাজ করে যাচ্ছেন..... নাম ‍"আমার বর্ণমালা"..... কেন জটিলতায় যায় সরকার....... অভ্রকেই তো সন্মানের সাথে তাদের ইউজাবল সফটওয়্যার হিসেবে ঘোষণা দিয়ে দিতে পারতো.....

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৭

না পারভীন বলেছেন: কি বোর্ডে কঠিন ভাবে বর্ণ বিন্যাস দেখে যখন হতাশ ছিলাম অভ্র দিয়েছে আমাকে ভাষা । কৃতজ্ঞতা জানাই আজ । শুভ কামনা রইল অভ্র টিমের জন্য ।
না চাইতে যুক্ত বর্ণ হয়ে যায় ,এটা সমস্যা লাগে ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

হাসান রাজু বলেছেন: বিজয়- অভ্র বিতর্ক টা কোথায় ক্লিক করে জানতে পারব ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.