নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

সম্পূর্ণ মিথ্যা খবর!

৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:১৪

(খবরট পড়ার আগে বলছি, খবরটি ১০০% মিথ্যা, এর সাথে জীবিত, মৃত, অর্ধমৃত কার সাথে কোন মিল খুজতে যেয়েন না। এটি সম্পূর্ণ বিনোদন)











গতকাল আইন প্রতিবন্ধী ভিমরুল হোসেনের মাথায় কাক হাগু করে, এতে তিনি ঘটনা স্থলে অসুস্থ হয়ে পড়েন... প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমাদের প্রতিবেদক বলেন আনুমানিক দুপুর সাড়ে বারটার দিকে তিনি মঞ্চে উঠেন বক্তৃতা দিতে উঠেন, ঠিক তখনই আগে থেকে ওৎ পেতে থাকা এক কাক তার মাথায় প্রচন্ড গতিতে হাগু করে এতে তিনি সেখানেই লুটিয়ে পড়েন...

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী জালেমগির খান বলেন “ এটি জাহান্নাম শিবিরের চক্রান্ত, তারা দেশে অরাজকতা সৃষ্টি করতেই কাজটি করেছে। কাকটি যে জাহান্নাম শিবিরের পোষা সে ব্যাপারে আমাদের কাছে সুস্পস্ট তথ্য আছে ” এ ব্যাপারে মহানগর গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে কথা বললে তিনি জানান “ এ ধরনের কাক আফগানিস্তান থেকে জঙ্গি ট্রেনিং দিয়ে আনা হয়েছে, এসব কাক যেকোনো দেশের রাডার ব্যাবস্থা ফাকি দিয়ে হামলা করতে পারদর্শী”

এ ব্যাপারে বিরোধীদলিয় মহাসচিব মীরজাফর উদ্দিন বলেন ,”এটা সরকারের সাজানো নাটক, এতে যদি আমাদের কোন জাহান্নামি ভাই কে হয়রানি করা হয় তবে আগামি পরশু থেকে টানা হরতাল”



তবে এখন পর্যন্ত কাকটি আটক করা যায় নি, তবে কাকটি কাল রঙের ছিল এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কাকদের আলটিমেটাম দেয়া হয়েছে।

২৪ ঘন্টার মধ্যে ঢাকা ছেড়ে না গেলে সকল ডাস্টবিনে অপারেশন ফীডনাইট চালানো কবে!!

মানুষের উপর প্রত্যক্ষ অভিজ্ঞতা দেখা কাক সমাজ বাস্তবতার এই আতংকেই সকল কাক ইতোমধ্যে হাওয়া হয়ে গেছে।

২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

ঢাকাবাসী বলেছেন: রেবা টেবা বা ফুলিশরা ক্যা করতি হ্যায়?

৩| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মীর্জা প্রীয়ম বলেছেন: ওমা এই মহাসত্যি খবর মিথা হতে যাবে কেন ! সেই সময় ওখানে আমি উপস্থিত ছিলাম। মহা হারামী বটতলার টাক্কু উকিল বাইচান্স মিনিষ্টার ভিমরুল ইসলা যখন বিরোধী দলের বিদেশ নেতার উপর মিছে কথার খিস্তি খেউর করছিল ঠিক সেই সময় এক পাঁজি কাক তার টাকের উপর এক খাবলা খেগে দিয়ে ঈমানি দায়িত্ব পালন করলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.