![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।
শালার! এরপর থেকে যে কইব ব্লগে বাক স্বাধীনতা আছে তার পশ্চাৎ দেশে লাথি মারতে না পারলেও মনে মনে মারব! আমি আশরাফুলের ফালতু কার্টুন ছাপাইসে কেন তাই একটা লেখা লিখলাম, ঐ লেখায় আমি শুধু মাঙ্কির পোলা কইসি প্রথম আলুরে তাই আমার লেখা ডিলেট কইরা দিল! থু মারি তোদের বাক স্বাধীনতায়...
২| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৯
তোমোদাচি বলেছেন: বাক স্বাধীনতা মানে ইচ্ছামত গালিগালাজ করা না; বাক স্বাধীনতা মানে যুক্তি-বুদ্ধি দিয়ে আপনার মতামত প্রকাশের স্বাধীনতা।
আপনি যে কথাটা বলেছিলেন, সেটা গালি ছাড়া বল্লে হয়ত পোষ্ট ডিলিট হতো না, বরং অনেকের সাপোর্ট পেতেন।
যাই হোক, আপনার মনে হয় মাথা গরম আছে, আমারে আবার গালি দিয়ে বইসেন না!!
০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:০২
যক্ষা_রোগী বলেছেন: আমারটায় কোন গালি গালাজ ছিল না.। বলেছিলাম তোমাদের দেশপ্রেমের চেতনা কি ৬ মাস আগে ঘুমায়া ছিল?? প্রথম আলুরে মাঙ্কির পোলা কইসি কারন তারা বড় করে ডারউইন এর মতবাদ ছাপায়, তারা বিশ্বাস করে মানুষ বান্দর থেইকা আসছে। তারা মাঙ্কির পোলা কইতে তো দোষ নাই!
আমি বললাম আশরাফুলের এত বাজে কার্টুন ছাপানর কি মানে?? আশরাফুল একাই পুরা দল কে হারাইসে?? মালিক গুলা কি করসে??
তেমন গালি ছিল না।
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৭
এ জাফর বলেছেন: সহমত।