![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।
*বাস্তবের সাথে মিলাইতে গেলে নিজ দায়িত্বে
কল্পনা করুন,ভিলেন (নাম বিরোধীদল) নায়িকাকে (নাম দেশ) রেপ করার জন্য ধাওয়া করেছে... নায়িকা(দেশ) বাঁচাও বাঁচাও বলে আর্ত চিৎকার করেছে... কিন্তু বিধি বাম! ভিলেন( বিরোধীদল) নায়িকাকে(দেশ) ধরে ফেলল, এবং বাংলা সিনেমার ঐতিহ্য রক্ষা করেই দাঁত বের করে নায়িকার মুখের মাথা একবার এদিকে আরেকবার অদিকে নিতে লাগলো... বাংলা সিনেমায় একটা জিনিষ প্রায় দেখা যায় সেটা হল ভিলেন রেপ করার সময় চুমু দেয়ার প্রচেস্টা দেখা যায়, কিন্তু চুমু কখন ও দেয় না... এবং তার আগেই কইথেকে জানি নায়ক হাজির হয়...এই খানে তাই হল, নায়ক(সরকারী দল) এসে হাজির হল এবন ভিলেনকে(বিরোধীদল) পিটিয়ে তক্তা বানাল... প্রায় আধমরা করে দিল...
এরপর সে এসে নায়িকাকে(দেশ) জড়িয়ে ধরল... আদর করতে লাগলো, এবং হটাত চেতনা খাড়া হয়ে গেল... এবং সে প্রচন্ড শক্তি দিয়ে নায়িকার(দেশ) সাথে ওইটা সমাধা করলো, যেটা ভিলেন(বিরোধী দল) করতে পারে নি... আর নায়িকার(দেশ) বাধা দেয়ার শক্তি ও রইল না...
এবার ভিলেন(বিরধিদল) বলল
-না না মানি না! আমি যেটা করতে চেয়েছি , তুমি আমারে বাধা দিয়া সেইটা করলা! ক্যামনে কি?
-ধুর ব্যাটা তুই হইসিস ভিলেন( বিরোধীদল)! তোর এইটার অধিকার নাই...
-ক্যান?
-কারন আমি নায়ক(সরকারিদল) আমার নায়িকার(দেশ) সাথে যা ইচ্ছা করার অধিকার আছে... কারন আমার নায়িকার(দেশ) জন্যে ভালোবাসা(আগের যুদ্ধের চেতনা) আছে!
তা ছাড়া আমার জন্যে জায়েজ, কারন আমি দোয়া( সংবিধান) দ্বারা শুদ্ধ করে নিসি...
-কিন্তু নায়িকার(দেশ) অবস্থা তো খারাপ! কি পাষণ্ড!
-তাতে তোর কি? আমি নায়িকাকে(দেশ) বাচাইসি(আগের যুদ্ধের নেতৃত্ব দান) এখন আমার যা ইচ্ছা নায়িকার (দেশ) সাথে করতে পারি! আরে ব্যাটা তুই তো HIV( পাকিস্তানের দোসর) পজিটিভ
-কথা মারাইও না... তুমি তো HIV2(ভারতের দোসর) সেইটা বেশি ভয়ঙ্কর... যেটা খুব ধ্রুত নায়িকাকে মৃত্যুর দিকে( দেশ ধ্বংসের) দিকে নিয়া যাবে...
এভাবে তারা তর্ক চালাতে লাগলো! সত্যি বলতে তারা কেউ নায়িকাকে ভালোবাসে নি!
তাদের ভালোবাসা শারীরিক( দেশ কে শোষণ করা)। মনের ভালোবাসা নয়...
মন থেকে ভালবেসেছে রাখাল বালক(দেশের সাধারন জনগণ)। সে এমন সব কাজ করেছে(নিয়মিত ট্যাক্স দিয়েছে, আইন মেনে চলেছে, দেশের প্রতি তার দায়িত্ব পালন করেছে)...
কিন্তু নায়িকাকে ভোগ(দেশের ফায়দা লুটেছে) করেছে নষ্টরা
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৪
যক্ষা_রোগী বলেছেন: ঘটনা কিন্তু সেইটাই হইসে!
২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯
পৃথিবীর আলো বলেছেন: হ । ২৯-১২-২০১৩ তে যেইখানে গাজীপুর থেকে অফিস(মহাখালী) আসতে ৫ বার চেক খাইছি, আমাগোরে সেনাবাহিনী কইছে, যে যার যার মত ফেরত যান, কোন জটলা সৃষ্টি করবেন না, তার অদূরেই দেখি লীগের সমর্থকরা রাস্তায় মাইক লাগাইয়া সভা করতাছে। তাগোরে সেনাবাহিনী কইতাছে সেনাবাহিনী আপনাদের পাশে এসে দাড়িয়েছে। তখন আমার কেবলই মনে হইছে "কারন আমি নায়ক(সরকারিদল) আমার নায়িকার(দেশ) সাথে যা ইচ্ছা করার অধিকার আছে... "
হায়রে দেশ.... হায়রে দেশের ম্যাংগো পিপল....
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২
সাইবার অভিযত্রী বলেছেন: আমি যেটা করতে চেয়েছি , তুমি আমারে বাধা দিয়া সেইটা করলা! ক্যামনে কি?
চ্রম বলেছেন !