নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোজা সাপটা

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি

যক্ষা_রোগী

বেশী দিন বাচুম না---মরার আগে কিছু কথা কইয়া যাইতে চাই।

যক্ষা_রোগী › বিস্তারিত পোস্টঃ

বিষয়ঃ গরম কমায়ে বৃষ্টি নাজিলের আবেদন!

২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:০১

বরাবর

ইয়া আল্লাহ

সব জায়গা, সব জায়গা!

বিষয়ঃ গরম কমায়ে বৃষ্টি নাজিলের আবেদন!

ইয়া মাবুদ

আমি এক পাপি বান্দা, ভালো কইরাই চেনেন আমারে... ওগো পরওয়ারদিগার, যেই গরম দিতাছেন মইরা যাওয়ার অবস্থা, আইমিন অলরেডি আধমরা...গলা শুকাইয়া কাঠ!সারাদিন কোক খাইতে খাইতে ফকির, এই ফাক দিয়া ইয়াহুদি নাসারাদের কোম্পানিগুলা কোটি টাকা হাতাইয়া নিয়েছে! সব বাইর হইয়া যায়, বাইর হইয়া ভিজে যায় সব! পুরে ভেসে ছেড়া বেড়া অবস্থা... সারাদিন নেশাখোরের মত ঝিমানি ধরে! আমার তো আর এসি নাই, এসি নাকি পরিবেশের জন্যে খারাপ। আল্লাহ আপনে তো জানেন এসি কেনার ট্যাকা ও নাই তাই এইগুলা বলি। আল্লাহ এত কস্ট আর সহ্য হয় না গো!



তারপর এই গরমে জামা কাপড় রাখা দায়, বুঝেন এ তো অবস্থা! আমরা তো ব্যাটা মানুষ, খালি গা হইতে সমিস্যা নাই। কিন্তু সমস্যা হইল পাশের বাড়ির মহিলার ও গরম লাগে, গরমে তার অবস্থা দেখে জাতি তার শরীরের তাপমাত্রা অহেতুক বাড়িয়ে ফেলে! সবই তো দেখতেছেন আল্লাহ, এই অবস্থা থেইকা বাচাইতে আপনে ছাড়া কেউ পারবে না!



অতএব, মালিকের কাছে বান্দার বড় অনুরোধ, ওগো দয়াময়! গরম টা একটু কমান ,আরব দেশের মত আমাদের বাথরুম তো দূরে থাক ঘরে ও এসি লাগানোর সামর্থ্য নাই!একটু বৃষ্টি দেন, একটু কালবৈশাখী নাজিল কইরা হইলে ও আমাদের বাঁচান!



বিনীত নিবেদক

জাতির পক্ষ হইতে জাতির দাদা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০

হিংস্র ঈগল বলেছেন: সেই রম অ্যাপ্লিকেশন হইসে। ১০ এ ১২ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.