![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক কষ্ট লাগে
তোকে অন্য কারো সাথে কল্পনা করতে কষ্ট লাগে
তুই আর আমার সাথে কথা বলিস না বলে কষ্ট লাগে
তুই আমাকে আর ভালোবাসিস না তাই কষ্ট লাগে
আমাকে আর আগের মতো বুঝিস না তাই কষ্ট লাগে
আমার অভিমানের ভাষা তুই বুঝিস না তাই কষ্ট লাগে
তোকে কত ভালোবাসি সেটা দেখিস না তাই কষ্ট লাগে
আমার চোখের পানি দেখে এড়িয়ে যাস তাই কষ্ট লাগে
আমার মাঝে নতুন কিছু খুঁজে পাস না বলে কষ্ট লাগে
আমার অস্তিত্বকে ঘৃণা করিস বলে কষ্ট লাগে
আমাকে আর তোর ভালো লাগেনা তাই কষ্ট লাগে
আমার কষ্ট গুলো তুই বুঝবি না তাই কষ্ট লাগে
আমাকে তুই কষ্ট দিলে অনেক বেশি কষ্ট লাগে
ফেইসবুকে তোর ছবি দেখে কষ্ট লাগে
সেই ছবিতে তোর নতুন বন্ধুর কমেন্ট দেখে কষ্ট লাগে
সে তো তোকে চিনে না, আমার মত করে জানে না...
আমার আর কিছুই ভাল লাগে না
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৪
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: প্রতিশোধের আগুনে পোড়ার চেয়ে বিরহের আগুনে পোড়া কি ভালো নয়? এতে শুধু একজনই পুড়বে
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
জুয়াড়ি বলেছেন: আপনার প্রতিউত্তরে আমি মুগ্ধ। অসাধারণ ভাবনা
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ধন্যবাদ
৩| ২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৭
কালনী নদী বলেছেন: আমার ভালোবাসর ভাগটা অন্যের সাথে বন্টন করিস বলে কষ্ঠ লাগে, বিধাতার কাছে নালিশ জানাতে যাই শুনি সেও নাকি তোকে ভালোবাসে! এখানেও আমার বিষর কষ্ঠ লাগে? নিজেকে একা করে রাখি তাপরেও আপনার কবিতা পরে কিছু প্রতিশোধ বাকি রাখি।
অনেক সুন্দর কবিতা ভাই, শুভ কামনা জানবেন।
২৬ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৯
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: অসাধারণ লিখেছেন! অভিভূত ঁ_ঁ
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০
জুয়াড়ি বলেছেন: প্রতিশোধ নেন কষ্ট থাকবেনা