নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুহান রুহান

রুহান রুহান

মহকাশ পরিভ্রমনে যাব শীঘ্রই

রুহান রুহান › বিস্তারিত পোস্টঃ

২৪০x৩২০ টাচস্ক্রীন মোবাইল ফোনের জন্য জাভা গেমস ডাউনলোড করুন

২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২০





মুখবন্ধ: কিছুদিন আগে সামুতে সাহায্য চেয়ে আমার স্যামসাং চ্যাম্প ডুয়স ফোনের জন্য জাভা গেমসের জন্য পোষ্ট করেছিলাম। সেখান থেকে বেশ কিছু গেমস ডাউনলোড করি এবং ইন্সটল করি। তবে সব গেমস ইন্সটল হয়নি। আমার পছন্দের কিছু গেমসের ডাউনলোড লিংক শেয়ার করলাম। সকল গেমসের একটা রার ফাইল করে ফোরশেয়ার্ড-এ আপলোড করে দিলাম।



১। এংরি বার্ডস: এন্ডোয়েড জগতে বহুল আলোচিত এই গেমটি এখন জাভা ফরমেটে পাওয়া যায়। তবে আপনার ফোন যদি বড় গেমস সাপোর্ট না করে তাহলে ইন্সটল করতে পারবেন না। চেষ্টা করতে ক্ষতি কি।







২। পিজ্জা নিনজা: এন্ডোয়েডের আরেকটি মজার গেম হলো ফ্রুট নিনজা। জাভা জগতে ফ্রুট নিনজার কাছাকাছি একটা গেম পেলাম যা আমার ফোন ইন্সটল হয়, আর সেটাই পিজ্জা নিনজা।







৩। পিরামিড ব্লক্সক্স: এই গেমটার ট্রায়েল ভার্সন স্যামসাং ফোন পাওয়া যায়। তবে এখানে পুরোটাই পাবেন।







৪। টেরিস রেভ্যুলেশন: ছোটবেলায় যারা ব্রিক গেম খেলেছেন তারা এই গেমটাতে মজা পেতে পারেন। এ গেমের গ্রাফিক্সের কাজগুলো চমৎকার।







৫। অফরোড ডার্টি মোটোক্রস: মোটর বাইকের একটা রেসিং গেম। গ্রাফিক্স খুব একটা ভাল না।







৬। ফাইভ ষ্টার গেমস: এটাতে ৫টা গেমস খেলা যাবে: চেকার, শুডকু, সলিটায়ার, ফাইভ ইন এ রো এবং স্লিদারলিংক







৭। পাজেল ম্যানিয়া-টু: পাজেল সলভ করে হাত পাকা থাকলে এটা ইন্সটল করতে পারেন।







৮। প্লাটিনাম সলিটায়ার:







৯। জাম জাম:







১০। মোবি চেজ:









সকল গেমসের এক সাথে ডাউনলোড লিংক।



মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৫৪

bangal manus বলেছেন: ধন্যবাদ।

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:২১

রুহান রুহান বলেছেন: ধন্যবাদ।

২| ৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১১

নাফীস কাজী বলেছেন: Symphony FT40 তে চলবে????? B:-) B:-)

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ১:১৮

রুহান রুহান বলেছেন: সঠিক বলতে পারবো না, ট্রাই করে দেখুন। পিসিতে ডাউনলোড করে তারপর ফোন-এ নিন।

আর একান্তই কাজ না হলে http://www.umnet.com এ যান এবং আপনার মোবাইলের মডেল সিলেক্ট করে সার্চ দিন।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ১০ ই জুন, ২০১২ সকাল ১০:৫৮

জালিস মাহমুদ বলেছেন: হুম । ভালো :)

১১ ই জুন, ২০১২ দুপুর ১:০৮

রুহান রুহান বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.