![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
Sonjoy Chakraborty
আমি জানতে চাই :
=================
ছোটবেলা থেকেই এমন একটা ঈদ আমি কাটাইনি যেদিন আমার বন্ধুরা নামাজ পড়ে আসার আগে আমি পাঞ্জাবি পড়ে রেডি হয়ে বসে ছিলামনা, কখন ওদের কে নিয়ে সবার বাড়িতে ঈদ এর সেমাই খেতে যাব। এমন কোন পূজা আজো উদজাপন করিনি যেখানে আমার মুস্লিম বন্ধুদেরকে ডেকে নিয়ে একসাথে আনন্দ করিনি। আমার হিন্দু বন্ধুদের চাইতে মুসলিম বন্ধুর সংখা দশ গুন বেশী। সেই ছোটবেলা থেকেই মুসলমান বন্ধুদের সাথে থেকে থেকে একধরনের আগ্রহ জন্মায় তাদের এই ধর্মটার প্রতি।আমি সেই ছোট বেলা থেকেই সাইদির ওয়াজ শুনে আসছি, এখন ডঃ যাকির নায়েকের বা স্বর্গীয় আহমেদ দিদাত এর অনুষ্ঠানও অনেক আগ্রহ ভরে দেখি। অনেক সুন্দর আর ভাল ভাল যুক্তি তর্কের মাধ্যমে সত্য মিত্থার বেবধান দেখান তারা। সত্যি মুগ্ধ হয়ে যাই এই সুন্দর ইসলাম ধর্মটার প্রতি।
জন্মেছি হিন্দু হয়ে, আর আমি গর্বিত একজন হিন্দু হিসেবে। যদিও আমি পারিনা সব নিয়ম কানুন মেনে চলতে তবুও স্রস্টার প্রতি আমার ভালবাসার কমতি নেই একফোঁটাও। ভীষণ ভালবাসি আমি স্রষ্টাকে আর প্রচণ্ড স্রদ্ধা করি অনান্য সকল ধর্মকেই। কারন ধর্ম হাজারটা হলেও , আমরাতো একি স্রস্টারই সৃষ্টি। ধর্ম নিয়ে এতগুলি কথা বলার একটাই কারন, যখন আমি আজ অনেক ভাইদেরকে দেখছি যাদেরকে চিনি আর জানি যিনি কখনো হয়ত এক ওয়াক্ত নামাজ কাজা করেননি, বিডি, মদ এর পাশেও জান না। দিনে দু চারটা কোরান হাদিসের পোস্ট FB তে মাস্ট দেবেন, ঠিক তার পরেই দিবেন একখান জামাতি বা তাদের সমর্থক দলের কোন একটা পোস্ট। এই ধর্মপ্রাণ ভাইগুলিকে যখন দেখি ধর্ম নিয়ে বেসাতি করা সেই জামাতের পদলেহন করছে সত্যি অনেক কষ্ট হয়। অরাজনৈতিক ধর্মীয় আলেমদের কথার চাইতে ওই রাজনৈতিক জালেমের কথায় ওনারা মত্ত থাকছেন। এত্তো এত্তো তথ্য প্রমান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়ার পরেও দেখি তারা তবুও তারা ইবলিশের হাত ধরে চলছেন সত্যি অনেক কষ্ট লাগে। সত্যি আমি বুঝে উঠতে পারিনা কেন তারা এসব সাপোর্ট করছেন।
এজন্য আজ ভাবলাম তাদেরকে সবাইকে একটু জিজ্ঞেশ করে দেখি, হয়ত তাদেরও কোন যুক্তি আছে ...
আমার মুসলমান ভাই-বোন দেরকে বলছি ...
কয়দিন আগেও দেখলাম আপনারা ফব তে পোস্ট দিচ্ছিলেন “ নাস্তিকের ফাশি চাই।“ আবার দেখি আপনারা আমার দেশ পত্রিকার বা বাশেরকেল্লার ভুলভাল পোস্টও দিচ্ছেন।
একটু জানাবেন কি আমায় কেন এই শাহাবাগের পুরোধা ডাঃ ইমরান সরকার বা অমি রাহমান পিয়াল বা নিঝুম মজুমদার (এই ৩ জন) কে নাস্তিক বলে ডাকছেন আপনারা?
ধরে নিচ্ছি আপনারা নিশ্ছই জেনেশুনেই বলছেন, তাহলে প্লিজ আমাকে শুধু একটা অথেনটিক পোস্ট দিন তাদের যেটাতে তারা কেউ কোন ধর্মকে অবমাননা করেছে এমন প্রমান আছে ওদের সব লেখাই তো নেটে পাওয়া যায়।
আমাকে পবিত্র কুরানের একটা আয়াত দেখান যেখানে স্রষ্টা বলেছেন , কোন নাস্তিকের বিচার করা ছাড়াই কেউ তাকে নিজহাতে কুপিয়ে হত্যা করতে পারবে।
আমাকে একটা যুক্তি দিয়ে বলুন কেন কোন দলের লোক তাদের নেত্রীর শিক্ষাগত যোগ্যতাকে আপনার মহান নবীজির শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে মিলালে সেটা নাস্তিকতা হয়না, বা মহান স্রষ্ঠা কে নিয়ে কটুক্তি করলে, হুজুরের ফডু চান্দে আর আলুর ভিতরে দেখা গেলেও তখন তা নাস্তিকতা হয়না। হুজুর কোনো মহিলাকে নিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করলে তাও জায়েজ। নাস্তিক মউদুদীবাদের রাজনীতি করলে বা সেটাকে সাপোর্ট করলে সেটা নাস্তিকতা হয়না।
আমার দেশ পত্রিকার সম্পাদক পবিত্র কাবা শরিফ নিয়ে মিত্ত্যাচার করলে, বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে ইসলাম শিক্ষা বইয়ের ভুল ধরলে সেসব নাস্তিকতা বা দেশদ্রহিতা হয়না। কোন কারনে তাকে সাপোর্ট করেন আপনারা ?
প্লিজ আমি জানতে চাই আপনাদের কাছে। আপনার কাছে কোন সদুত্তর থাকলে বা যুক্তি থাকলে জানান। নিশ্চই আপনার রাজনৈতিক মতাদর্শ আপনার ধর্মীয় আদর্শের বা আবেগের চাইতে বড় না।
যদি এই প্রশ্ন গুলির যথাযত যুক্তি উপস্থাপন করতে পারেন,
১। আই প্রমিস তো পলিস উর শুজ ইন ফ্রন্ট অফ এভ্রি ওয়ান।
২। আই প্রমিজ তো ফাইল আ কেস এগেন্সট দেম উইত উ।
৩। অলস আই প্রমিজ টু লিভ দিয শাহাবাগ আন্দোলন ফর এভার।
আর যদি না পারেন, আপনাকে কিছুই করতে হবেনা, শুধু এইটুকু অনুরধ করব, দয়াকরে রাজনৈতিক স্বার্থে নিজের বিবেক আর নিজের ধর্মকে কলুশিত করবেন না। রাজনৈতিক প্রোপাগান্ডাতে পড়ে নিজের বিবেক আর ধর্মকে ছোট করবেন না।
©somewhere in net ltd.