নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫১

অনেকদিন ধরেই ভাবছিলাম কিছু লিখব, লেখা উচিত। রাজাকারদের বিচার আর ফাঁসির দাবী নিয়ে আমরা আজ ৩ ভাগে বিভক্ত। হ্যাঁ, কথাটি সত্যি। আমরা আসলে ২ ভাগে নই ৩ ভাগে বিভক্ত। এক পক্ষ যে কোন মূল্যে রাজাকারদের ফাঁসি চায় আর আরেক পক্ষ চায়না। ৩য় পক্ষ যারা আছেন তারা বিভ্রান্ত। যাই হোক, আমার লেখা তাদের প্রতি যারা এখনো রাজাকারদের বিচার নিয়ে দিধা-দ্বন্দে আছেন। মনে করি, আপনার একটি সাজানো সুন্দর সংসার আছে। পরিবারে আছেন আপনার বাবা-মা, ভাই, বোন। খুব সুন্দর যাচ্ছিলো আপনাদের দিন। হঠাৎ করে আপনাদের সুন্দর সংসারের উপর নজর পড়ে আপনার প্রতিবেশীর। কোন এক কালো রাতে আপনার সেই প্রতিবেশী কিছু দুষ্কৃতিকারীর সহায়তায় আপনার ঘরে হামলা চালায়। তারা একে একে খুন করে আপনার বাবা-মা, ভাইকে। বোনটিকে হত্যার আগে সবাই মিলে ধর্ষণ করে। আপনি কোনভাবে লুকিয়ে থেকে জীবন বাঁচান। এরপর লুটপাট চালিয়ে তারা পালিয়ে যায়। আপনি পুলিশের কাছে গেলেন এবং অনেক বছর পর তারা ধরাও পড়লো। এর মধ্যে অনেকে সুযোগ বুঝে আপনার বাসায় চুরিও করলো। এখন আপনি কি চাইবেন? আপনার বাসায় চুরির বিচার চাইবেন নাকি আপনার বাবা-মা, ভাই-বোনের হত্যার বিচার চাইবেন? অনেক ক্ষমতাবান মানুষ ওই হত্যাকারীদের বাঁচানোর চেষ্টা করছে নিজেদের স্বার্থে। কি করবেন আপনি এখন? ভয়ে পিছিয়ে যাবেন? নাকি সবকিছুর উর্ধে বিচার চাইবেন???

প্রশ্ন আমার নয়, আপনার। নিজেকেই নিজে প্রশ্ন করুন আপনি কি চান। স্বজন হারানোর বেদনা যারা না হারিয়েছে তারা বুঝবেন না। তাঁদের অবস্থানে নিজেকে দাঁড় করান। আমি নিজেকে নিজে প্রশ্ন করে আমার অবস্থান কোথায় থাকা উচিত আমি বুঝে নিয়েছি। ওই ৩০ লক্ষাধিক আত্মার দীর্ঘশ্বাস আর ২-৪ লক্ষাধিক মা-বোনের অভিশাপের ভার আমি বইতে পারবোনা। সেই ক্ষমতা এবং বিবেক মহান আল্লাহতালা আমাকে দেননি। এখনো যদি আপনি কোন দলের কথা ভেবে কিন্তু, but, হলেও হতে পারে করতে থাকেন তবে আমি বলবো জেগে উঠুন আপনি। আল্লাহতালা আপনার এবং আপনার পরিবারের উপর রহমত করেছেন। কারণ ৩২% অভাগা পরিবারের মাঝে আপনারটি নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.