নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

শেখ মুজিব!!!

১৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৫

শেখ মুজিব কারো বাপ-দাদার সম্পত্তি না। যারা এই মানুষটারে ফেবু, চায়ের আড্ডায় বইসা গাইল দাও মনে রাইখো, এই লোকটার অপরাধ ছিলো ঐক্যহীন আবাল বাঙ্গালি জাতটারে একতাবদ্ধ করা। দোষে গুণেই মানুষ হয়। মানুষ হিসাবে তাঁরও কিছু ভুলত্রুটি ছিল। কিন্তু সে যা করেছে তার সামনে ওইসব ভুলগুলো অতি নগণ্য। সো তুমি যেই হওনা কেন, যেই দলের সমর্থক হওনা কেন এইটা মাথায় রাখবা; কোন দলেরই উনার নামের উপর একক মালিকানা নাই, থাকতে পারেনা। তাঁর মাইয়ারা আর তাঁর বংশধরেরাও তাঁর নাম বেইচা বেশিদিন চলতে পারবেনা। মুজিব আর বাংলাদেশ দুইটাই অবিচ্ছেদ্য নাম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.