![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
......তবুও আমি বিশ্বাস করি আমরা বদলাবো, অবশ্যই বদলাবো। পরিবর্তন আসবেই। এবং আমি জানি তা আমাদের জীবনকালেই দেখে যেতে পারবো। যাদের দেশের এবং দেশের মানুষের প্রতি আস্থা উঠে গেছে তাঁদের বলছি, আপনারা আশাহত হবেন না। দেশ আর সমাজকে বদলাতে চাইলে আগে নিজেকে বদলান। অন্যের ঘাড়ে দোষ চাপাবার আগে ভাবুন ভিন্ন মানুষের কাছে সেই "অন্য মানুষটি" কিন্তু আপনি।
"মেঘ দেখে কেউ করিসনে ভয়
আড়ালে তার সূর্য হাসে"
©somewhere in net ltd.