![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
আমার বউ আমারে জিগাইলো, "আইচ্ছা, অস্ট্রেলিয়াতে কি ডাইনোসোর আছে?"
আমি কেলা ছিলিতাছিলাম। বউয়ের প্রশ্ন শুইনা কেলার ছিলকাডা হাতে রাইখা বাকিটা ফালায়া দিলুম!!!!!!
কেউ আমার মাথাত একখান বাড়ি দে, আমি সব ভুলি যাইতে চাই!!!!
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৪
রুহাশ বলেছেন:
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন:
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯
পলাশমিঞা বলেছেন: অস্ট্রেলিয়াতে কি ডাইনোসোর আছে তো। আমি যখন গতবার গেছিলাম তখন কয়েকটা দেখেছিলাম। বেশি মোটা এখনো হয়নি, দেখতে গিরগিটের মত
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
রুহাশ বলেছেন: ঘটনা কি সত্য ভাইসাব???
আমি একখান খরিদ করিতে চাই!
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২
পলাশমিঞা বলেছেন: আমি দেখেছিলাম। তয় দাম জিঘাই নাই। অনেক দাম হবে নিশ্চিত।
৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
রুহাশ বলেছেন: আল্লাহতালা ক্ষমতা দিলে একখান খরিদ করিবার বড় খায়েশ!!!!
৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
পলাশমিঞা বলেছেন: বেশি নয় মাত্র কয়েক শ মিলিয়ান ডলার হবে হয় তো।
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৬
রুহাশ বলেছেন: আমি ইহা কি শুনিলাম! এখন গিন্নী বায়না না ধরিলেই হয়!
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৭
পলাশমিঞা বলেছেন: কুমির, গিরগিট, এবং গুয়িল সাপ হলো তাদের নিকটআত্মিয়। গণ্ডারও তাদের আত্মিয়।
(ঢং করছি না)
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
পলাশমিঞা বলেছেন: গিরটিত অথব অজাগর হাতে দিয়ে বলবেন এই নাও। ব্যাস।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১
রুহাশ বলেছেন: আমার বউয়ের আবার রান্ধন নিয়া গবেষণার বেজায় শখ! রিস্ক নেওনটা কি ঠিক হইবো???
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪২
পলাশমিঞা বলেছেন: তাইলে বাদ দেন ভাই। আমি কিন্তু কিছুই আপনাকে কইনি।
তাওবা তাওব! দাওয়াত দিয়ে যদি গিরটিগ ভুনা দেয় তখন আমি অসুস্থ হয়ে পড়বে। ইয়া মাবুদ!
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৫
রুহাশ বলেছেন: বস, কুনোদিন যদি কিনছি তাইলে আপনারে সবার আগে দাওয়াত! অগ্রিম দাওয়াত দিয়া দিলাম!!!!
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৬
পলাশমিঞা বলেছেন: জি না ভাইজান আমি আবার দাওয়াত খাই না। দাওয়াতের খাবারে তেল এবং ঘি বেশি থাকে। তেল এবং ঘি খাইলে আমার মাথা ইংলায়। আমি দাওয়াত খাই না ভাই।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: বউয়ের প্রশ্ন শুইনা কেলার ছিলকাডা হাতে রাইখা বাকিটা ফালায়া দিলুম!!!!!!
B:-)
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪
রুহাশ বলেছেন: ঘটনা সত্য!
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪
কেএসরথি বলেছেন: আমার মনে হয় ভাবী ডাইনোসর বলতে আপনাকেই বুঝাচ্ছিলেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৬
রুহাশ বলেছেন: আমারে বুঝাইলে তো ভাই নিশ্চিত হইয়াই থাকতো। জিগাইতো না!!! :প
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯
princejohn বলেছেন: ভাই মুরগীরে কেন বাদ দিলেন? পাখি জাতীয় যা আছে সবই সরাসরি ডাইনাসরের বংশধর। বিশেষ করে মুরগী ও কবুতর।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮
রুহাশ বলেছেন: কুমিরটারে আমার খুব কাছাকাছি লাগে.।
আইজকা আবার দেখতাছি বউ ডিসকোভারি চ্যানেলে ব্যাপক মনযোগ দিয়া কুমির ধরা দেখতাছে!!!! বেজায় পেরেশানির মইধ্যে আছি! সকলের দোয়া প্রার্থী!!! :/
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাই কি নতুন বিয়া করছেন?
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
রুহাশ বলেছেন: না ভাই। মাগার আপনার এমুন মনে হইলো কেন???
২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
দি সুফি বলেছেন: আপনার বউ সম্ভবত অষ্ট্রেলিয়া গিয়া জুরাসিক পার্ক 3D দেখতে চায়!
যমুনা ভবিষ্যত পার্কে নিয়া দেখাইয়া আনতে পারেন, খরচ বাচবে
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
রুহাশ বলেছেন: ভাল্লাগসে আপনার বুদ্ধিখানা ভাইসাব! ) টেরাই দিয়া দেখন যায়!!!
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: