![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
যতোই বার্গার-ন্যূডলস নিয়া ফালাফালি কর ভাতের উপ্রে কিসসু নাই!
ভাত খায়া আমার পেটরে বুঝাই, পেট থাকে পাগলপারা.....
আর কিছু চাই মুই ভাত ছাড়া, ভাত ছাড়া!!!!!
মায়ে কয় আমি নাকি ভাত না খাইতে না খাইতে শুকায়া যাইতেছি।।
বউয়ে কয় আমি নাকি রাইতে বেশী বেশী ভাত খায়া পেটলা হওয়া যাইতেছি!!! যামু কই আমি???
শেষ পইর্যন্ত আমার খাদ্যপ্রেমী দুস্তর লগে ফেবুকে গুলটেবিল বৈঠক বসায়া তৎক্ষণাৎ ডিসিশন লইলাম মায়ের আদেশ শিরোধার্য!!!
ভাত দে মা, ভাত দে!!!!
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
রুহাশ বলেছেন: বউয়ে কি আর তা বুঝে!!!!
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২
আমাবর্ষার চাঁদ বলেছেন: ভাত চাই......... ভাত দে.........
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: ১০০ ভাগ হক কথা! "ভাতের উপ্রে কিসসু নাই!"