নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

আশাবাদী বালক!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২০

নাহ! যত সমস্যাই থাকুকনা কেন, আমার বাংলাদেশই ভালো।

এমন ছোট একটি দেশে এত্ত মানুষ! অন্য কোন দেশ হলে হয়তো মুখ থুবড়ে পড়তো। কিন্তু এত সমস্যার পরেও তো দেশটা চলছে, নাকি!

আমাদের মধ্যে অদ্ভুত এক ক্ষমতা আছে। আমরা চরম নিকৃষ্ট পরিস্থিতিতেও মানিয়ে চলতে পারি। আমাদের মধ্যে সাদা চামড়াদের মত মেকি আবেগ বা মেকি আন্তরিকতা নেই।

এইদেশ আগামী ১০ বছরে বদলাবেই! যদি ১০ বছরে না বদলায় তবে ১৫ বছরে বদলাবেই! বদলাতে তাঁকে হবেই!!!

:-B

বাই দ্যা ওয়ে, রাস্তায় গাড়ি চালানোর সময় যখনই কোন ইমারজেন্সি অ্যাম্বুল্যান্স দেখবেন দয়া করে তার পথ আটকাবেননা। আমাদের সবারই নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর তাড়া আছে, কিন্তু তা কখনোই মানুষের জীবন বাঁচানোর চেয়ে বেশী নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.