![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
শত হতাশার মাঝেও আমাদের মাঝে মাঝে আনন্দে ভাসায় ক্রিকেট। ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন একটি সমীহ জাগানিয়া দল। যদিও এতদিন ক্রিকেট খেলে বাংলাদেশের আরও অনেকদূর যাওয়ার কথা ছিল কিন্তু তা হয়ে ওঠেনি মূলত ক্রিকেটের উপর রাজনৈতিক প্রভাবের কারণে। সাধারণ চোখে যদিও তা ধরা পড়েনা। কিন্তু বাংলাদেশে ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিটি ব্যাক্তিই জানেন এদেশের ক্রিকেটের উপর রাজনৈতিক প্রভাব কতটুকু। শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার কারণেই একদিন বাংলাদেশের সেরা ক্রিকেটারটিকে ক্রিকেট বোর্ড প্রধানের পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছিল। বাংলাদেশে সবসময় ক্রিকেট বোর্ড প্রধান হয়ে আসছেন ক্ষমতাসীন রাজনৈতিক ব্যাক্তিরা যাদের কোন কালেই ক্রিকেটের সাথে কোন সংশ্লিষ্টতা ছিলোনা। তারা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্যেই অনেক ক্ষেত্রে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হন। সাবেক বোর্ড প্রধান এর বড় প্রমাণ। তার না ছিলো কোন ক্রিকেটীয় জ্ঞান না ছিলো কোন অভিজ্ঞতা। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপত্তিকে কাজে লাগিয়ে তিনি বোর্ড প্রধান হয়েছিলেন। তার সময়ে অনেক ক্রিকেটীয় প্রতিভা অকালে ঝরে গিয়েছে। বাংলাদেশে এমন অনেক প্রতিভাবান ক্রিকেটার শুধুমাত্র রাজনৈতিক এবং আঞ্চলিক প্রতিহিংসার কারণে অকালে ঝরে যায়। জেলাভিত্তিক ক্রিকেটের অবস্থা তো আরও খারাপ। আপনার যদি জেলা পর্যায়ে কোন শীর্ষ ব্যাক্তির সাথে সম্পর্ক না থাকে তবে জেলা পর্যায়ের কোন দলে ডাক পাবেন তার সম্ভাবনা অনেক কম। যোগ্যতা না থাকা সত্বেও অনেকে বয়স ভিত্তিক জেলা বা বিভাগীয় দলগুলোতে ডাক পেয়ে যায়। সারাদেশে ক্রিকেটীয় মেধার ছড়াছড়ি। কিন্তু আর সবকিছুর মতোই মামা-চাচার-ভাইদের জোর ছাড়া বিরল প্রতিভাগুলো উঠে আসতে পারছেনা। যদি সত্যিকারভাবে সরকারগুলো দেশের ক্রিকেটের উন্নতি চান তবে সবার আগে দেশের ক্রিকেটকে রাজনৈতিক এবং আঞ্চলিক প্রভাবমুক্ত করতে হবে। না হয় প্রতি ৫ বছর পর পর জাতীয় ক্রিকেট দল হয়ে পড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রিকেট দল বা বাংলাদেশ জাতীয় আওয়ামী ক্রিকেট লীগ!
©somewhere in net ltd.