![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
দীর্ঘ ৪ বছর পর ৭টি ঈদ পেরিয়ে আল্লাহর ইচ্ছায় এবার দেশে ঈদ করলাম। ঈদ কি জিনিষ তা এই কবছরে ভুলেই গিয়েছিলাম। যারা ঈদ করতে পারেনা তাদের কষ্টটা হাড়ে হাড়ে টের পেলাম এই ৪ বছরে। পরিবার-পরিজন নিয়ে ঈদ করার তুলনাই হয়না। সবাইকে ঈদের শুভেচ্ছা আর সেই সাথে প্রতিজ্ঞা করলাম প্রতি বছর কমপক্ষে একটা ঈদ দেশেই করবো ইনশাল্লাহ!!!
ঈদ শুভেচ্ছা সবাইকে........
বিশেষ করে যারা প্রবাসে আছেন পরিবার-পরিজন থেকে দূরে তাঁদের কষ্টের প্রহরগুলোতে ঈদ নিয়ে আসুক নির্মল আনন্দের সুবাতাস!!!
ঈদ মুবারক......।।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭
রুহাশ বলেছেন: ধন্যবাদ ভাই। আপনাকেও ঈদ মোবারক।
২| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
আশিক মুর্শেদ বলেছেন: এবারই প্রথম দেশের বাইরে ঈদ .. স্কাইপ ছিল বলে কিছুটা রক্ষা ..
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৮
রুহাশ বলেছেন: আসলেই, প্রবাসীদের বন্ধু স্কাইপ আর কলিংকার্ডস!
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: আসলেই, পরিবার-পরিজন নিয়ে ঈদ করার তুলনাই হয়না।
দোয়া করি যেন, তা প্রতি বছর হয়।
ঈদ মোবারক।