![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
সময় অনেক গত হয়েছে, গা ঝাড়া দিয়ে উঠেছে কুলিনতা আর বক ফকিরেরা। শপথ বাক্যগুলো যেন এক একটি রম্য গদ্য। বুদ্ধি বিক্রতেরা দিবারাত্রি বুদ্ধি বিলিয়ে যাচ্ছে। দেহের সমস্ত বল গলায় একত্রিত করে তীরবেগে ছোড়াছুড়ি করছে শব্দ বান। কিন্তু আলোর মশাল নিয়ে পথ দেখানোর সময় নেই কারও। এক একজন এক এক ফরমূলা দেয় কিন্তু দিন শেষে কড়কড়ে কাগজের টুকরো পেয়ে সব ভুলে যায়। পরের দিনটি আসে আর নব উদ্যমে শুরু হয় আরেক শব্দ তীরন্দাজি!
(চলমান...)
©somewhere in net ltd.