নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

জাতির বিবেক ওবেরয়দের কাছে আমার প্রশ্ন

২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

২৫ তারিখ বড়দিন...আজ থেকে দেশপ্রেমী বিরোধী দলের ৮৩ ঘন্টার অবরোধ শুরু যা কিনা শেষ হবে ২৪ তারিখ বিকাল ৫টায়।

উনারা দয়া করে ২৫ তারিখ অবরোধ বা হরতাল ডাকেননি বড়দিন উপলক্ষে! আফটার অল, তাহাদের নিকট সকল ধর্ম সমান বলে বিবেচিত (মৌলবাদী বলে দুর্মুখেরা)।



যথারীতি ২৫ তারিখের বিটিভির রাতের খবরে বলা হবে "যথাযথ মর্যাদা ও উৎসাহ- উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারাদেশে খ্রীস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বড়দিন পালিত হচ্ছে। বড়দিন উপলক্ষে সরকার যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রাষ্ট্রপতি, প্রধান্মন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী বড়দিন উপলক্ষে পৃথক-পৃথক বাণী দিয়েছেন...।"



মাননীয় স্পিকার, এই মহান জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন হচ্ছে, খ্রীষ্টান সম্প্রাদায়ের কি বাড়ি-ঘর নাই?

তাঁদের কি নিজের পরিবার পরিজনের সাথে উৎসব করতে ইচ্ছা করে না?

৯০ ভাগ মুসলমানের দেশ বলে কি বাকি ১০ ভাগের ধর্মীয় আবেগ উপেক্ষা করবেন?

২৪ তারিখ বিকাল ৫টায় অবরোধ শেষে করে তারা কি রকেটে করে চান্দের দেশে যাবে মাননীয় স্পিকার??



বিরোধীদল নাহয় মস্তিষ্কবিহীন ছাগ, তাইলে সরকারের বিবেক ওবেরয় কি প্যাক আপ করেছে??

ত্যানারা তো বিবৃতি দিয়ে বিরোধী ছাগ শিশুগুলোকে মনে করিয়ে দিতে পারেন, নাকি??



কিছু করতে না পারি, অন্তত শরমিন্দা হয়ে তোমাদের কাছে মাফ চাইতে পারি। ভাবছিলাম আমাদের দেশটা সবার থেকে আলাদা। কিন্তু সবার থেকে বড় বর্ণবাদী তো আমরাই!!!



সবাইকে অগ্রীম বড়দিনের শুভেচ্ছা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,


আপনি লিখেছেন, "২৪ বিকাল ৫টায় অবরোধ শেষে করে তারা কি রকেটে করে চান্দের দেশে যাবে মাননীয় স্পিকার?? "

আসলেই, চান্দের দেশে চলে যান; ওখানে জমবে।

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

গ্রাম্যবালক বলেছেন: জাতীর বিবেক নিলামে উঠেছে।শাসকরা হয়ে গেছে কুকুর।।

তা না হলে পুলিশ দিনে দুপুরে ক্যমেরার সামনে নীরিহ জনতাকে গুলি করে মারে কিভাবে??

দেখে মনে হয় সিনেমার স্যুটিং চলতেছে।।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

এম আর ইকবাল বলেছেন:

আপনার দুঃখ বুঝি ।
জনতার করার কিছু নেই ।
নতুন একজন কাণ্ডারীর দরকার ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.