![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
ছোটবেলায় যখন শুনতাম "পুলিশ চিরুনি অভিযান চালাচ্ছে" - আমি ভাবতাম পুলিশ মনে হয় বাড়ি বাড়ি গিয়ে চিরুনি নিয়ে যেত!!!
আর আম্মুকেও দেখতাম কেন যেন বাসার সব চিরুনিগুলো লুকিয়ে রাখতো। তাই আমার মনে বদ্ধমূল ধারণা জন্মেছিলো বাসার সব চিরুনি লুকিয়ে রাখতে হয় নইলে পুলিশ এসে নিয়ে যাবে!
বড় হয়ে দেখি ঘটনা পুরো উল্টো!!!
পুলিশের চিরুনি অভিযান আর আমার চিরুনি অভিযান এক না। আর আম্মু চিরুনিগুলো লুকিয়ে রাখতেন আমার ভয়ে!!!
কারণ...
আমি সুযোগ পেলেই চিরুনি দিয়ে দাঁত মাজার চেষ্টা করতাম!!!!
০১ লা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৫
রুহাশ বলেছেন: ঘটনা সত্য জনাব, আমি নিজ চোক্ষে দেখেসি!!!
D
২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:০৯
এহসান সাবির বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা!!
০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৯
রুহাশ বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা...
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
পথহারা সৈকত বলেছেন: আমি সুযোগ পেলেই চিরুনি দিয়ে দাঁত মাজার চেষ্টা করতাম!!!!