![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
আজ একটা খেলা ছিল কিন্তু বদের বদ বিপক্ষ দল খেলতে মাঠেই আসে নাই। কিন্তু কি আর করা খেলতে তো আমাদের হবেই। তাই নিজেরাই নিজেদের মধ্যে খেলতে নেমে গেলাম। নিজ দলের মধ্যেই ব্যাটিং আর বোলিং! আম্পায়ারও নিজেদের মানুষ। একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে ব্যাটিং শুরু। যেভাবেই হক জিততে হবেই। কিন্তু ক্যামনে কি??? লক্ষ্যের ধারে কাছেও আমরা যেতে পারি নাই তার পরেও আমরা জয়ী! নিজেদের প্রতিপক্ষ যে নিজেরাই। খেলার মাঝে কে আগে ব্যাটিং করবে তা নিয়েও হালকা ঠোকাঠুকিও হল। কিন্তুক, এট দ্যা এন্ড অফ দ্যা ডে, জয়ী কিন্তু আমরাই। জিত কা ফল আমরা মিল-বাটকে খেয়ে ফেলেছি! এখন আগামী সপ্তাহের খেলার আগ পর্যন্ত কিন্তু আমরাই জিতেই রইলাম!
পুনশ্চঃ এই খেলার সাথে কিন্তু বাস্তব কোন ঘটনার মিল নট হ্যাজ! কেউ যদি মিল পায় তবে তা বদের বদ বিপক্ষ দলের দোষ! ব্যাটারা মাঠে আসলো না ক্যা???
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
রুহাশ বলেছেন: কি বুইলছেন ভাইজান??? যে করেই হোক আমাদের জিততে হবি যে!!!
২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: ছোডো বেলায় ক্রিকেট খেলা বলতে শুধু ব্যাটিং বুঝতাম। কে উ বোলিং বা ফিল্ডিং এনজয় করতো না ।কত দুষ্ট ব্যাটিং শেষ হলে পালাতো।
আর এখনতো রাজনীতিও একটা ছেলে খেলা হয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
রুহাশ বলেছেন: বাংলাদেশের রাজনীতি হচ্ছে ফুটবল খেলা! কে কারে ল্যাং মেরে সামনে যেতে পারবে তাই নিয়ে খেলা!
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮
মশিকুর বলেছেন:

আপনারা এমুন করলেন কেন?