নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

পাক প্রেম ও টাইম মেশিন!

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৪

টাইম মেশিন বলে সত্যিই যদি কিছু থাকতো তবে যে সব বাংলাদেশী তাদের প্যায়ারে পাকিস্তানের সমর্থনে গায়ে-মুখে পাক চন্দ্র-তারা খচিত করে মাঠে গিয়ে পাক পতাকা উড়িয়ে "জিতেগা ভাই জিতেগা পাকিস্তান জিতেগা বলে" গর্জন করেছেন, তাদেরকে স্বপরিবারে যুদ্ধের সময়কার বাংলাদেশে পাঠানোর ইচ্ছা পোষণ করতাম!



আমি নিশ্চিত তাদের খেলার সাথে রাজনীতি না জড়ানোর দরবেশীয় চিন্তাধারা তাদের পাক ভক্ত মস্তিষ্ক হতে বেমালুম গায়েব হয়ে যেত!



যদিও আমারা এটা আশা করতে পারি, এর মধ্য থেকে বেশ কিছু মানুষ সুযোগের সদ্ব্যবহার করে প্যায়ারে পাকিস্তানের খেদমতে নিজেদের লুঙ্গি উঠিয়ে দিতেন!



আর যেসব পাকপ্রেমী বাঙ্গালী "জেনানা" পাকিস্তান আর আফ্রিদির প্রতি ভালবাসায় উদ্বেলিত হয়ে নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখতে না পেরে নানা মাধ্যমে (পোশাক, প্ল্যাকার্ড, ফেসবুক, ইত্যাদি) নিজেদের ভালবাসা প্রকাশ করেছেন তাদের কপাল ভাল টাইম মেশিন বলে বাস্তবে কিছু নাই!



নইলে উল্লসিত চিৎকার কিসে রূপ নিত সেটা অ্যার নাই বললাম!



নাহ, আল্লাহতালা আসলেই সর্বজ্ঞ। তিনি মানুষকে টাইম মেশিন বানানোর ক্ষমতা দেন নাই!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪১

দালাল০০৭০০৭ বলেছেন: যে সব বঙ্গে'তে জন্মে সাজে ভারত, পাকিস্তানি
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।


বাংলাদেশি ভার্সন।

আসুন মনে প্রাণে ধারণ করি, আর সবার মাঝে প্রচার করি।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫১

রুহাশ বলেছেন: যথার্থ বলেছেন !

২| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

খাটাস বলেছেন: তাদের একাত্তরে নিয়ে গেলে তাদের কিছুই হত না সম্ভবত। কারন তারা যেয়ে রাজাকার, আলবদরে ভর্তি হত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.