![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
খবরে পড়লাম ঘাড় ত্যাড়া বাঙ্গালিরে সোজা করতে ট্রাফিক পুলিশ নাকি ধারালো কাঁটাযুক্ত স্বয়ংক্রিয় প্রতিরোধযন্ত্র বসাইছে??!!!
হে হে হে হে হে হে...... :v :v :v
হাসালে মোরে!!!
বাঙ্গালি হইয়া ঘেডি ব্যাঁকা বাঙ্গালিরেই চিনলো না পুলিশ!!
ঘেডি ব্যাঁকা বাঙ্গালি এখন থিকা গাড়িতে লম্বা কাঠের তক্তা নিয়া ঘুরবো!!!
:v
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
ঢাকাবাসী বলেছেন: ঘুষখোর পুলিশ যদি খালি ঘুষ খাওয়াটা কমাত তাহলেই সব সমস্যার সমাধান হত। এসব জিনিস বানিয়ে কিছু পুলিশের পকেটে ফাও কিছু টাকা এসেছে। এসব জিনিস পুলিশের চোখের সামনেই পুলিশের দেয়া নির্দেশ মোতাবেক আমাদের শা. খানের চেলারা (ড্রাইভার) ফাঁকি দিবে আর ঘুষখোর পুলিশ দাঁত কেলিয়ে হাসবে! পুলিশ নিজে ট্রাফিক আইন জানে? বিন্দুমাত্র জানেনা।