![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
মাসখানেক আগের কথা।
আমার এক ভারতীয় সহকর্মী আমাকে জিজ্ঞেস করলো-
"বিশ্বকাপ শুরু হচ্ছে শীঘ্রই, তুমি কি এক্সাইটেড?"
আমি বললাম, "এখনো তো বেশ দেরী আছে।"
"তা, তোমার কি মনে হয়? কে জিতবে?"
আমি দাঁত কেলিয়ে বললাম, "এইবার ভারতের খবর আছে!"
"ভারতের খবর আছে???!!!" সপ্রশ্ন দৃষ্টিতে সহকর্মীর প্রশ্ন।
"বাংলাদেশ এবার অবশ্যই ভাল করবে!!!"-মহা উত্তেজিত আমি!
একথা শুনে আমার ভারতীয় সহকর্মীর ভ্যাবাচ্যাকা খেয়ে পড়ে যাওয়ার অবস্থা! কোনমতে নিজেকে সামলে নিয়ে বলে-"বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে নাকি?"
আমি অট্টহাসি দিয়ে বললাম, "টেক ইট ইজি মেইট, এবার ২০০৩ এর রিপিট হবে!
গতবার তো তোমরা নিজের দেশের মাটিতে সুবিধা নিয়ে বিশ্বকাপ জিতেছ, অস্ট্রেলিয়ার মাটিতে তোমাদের রেকর্ড ভাল না!"
"তুমি কিসের কথা বলছো?" -চুড়ান্ত বিস্ময়ের শেষ সীমায় তার চোয়াল ঝুলে গেল!
"আমি বিশ্বকাপের কথা বলছি! তুমি কিসের কথা বলছো?" - এবার আমার খানিকটা অবাক হওয়ার পালা।
"আমি ব্রাজিল ওয়ার্ল্ড কাপের কথা বলছি"
"ব্রাজিল ওয়ার্ল্ড কাপ!!!???" পুরা তব্দা খেয়ে গেলাম আমি!
"ব্রাজিল কি ক্রিকেটও খেলে নাকি?" মাথা চুলকাতে চুলকাতে আমার প্রশ্ন!
আমার সহকর্মী অট্টহাসিতে ভেঙ্গে পড়ে বললো-
"ম্যান, আমি তোমাকে বিশ্বকাপ ফুটবলের কথা বলছিলাম!"
আমি বোকার মত হেসে জিজ্ঞেস করলাম, "ও আচ্ছা, সেটা কবে, কোথায় হবে?"
"ডোন্ট ওয়ারি ডুড, ইউ বেটার স্টে উইথ ক্রিকেট!" - হাসতে হাসতে সহকর্মীর প্রস্থান!
Seriously people....I don't give a crap whether brazil or argentina wins or loose! I am more concern about Bangladesh Vs India ODI Series!
Go Tigers go!!!
©somewhere in net ltd.