![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
বন্ধু জিনিসটা ভাল। স্বাস্থ্যকর জিনিস।
কিন্তু মাঝে মাঝে মাঝে অস্বাস্থ্যকর হয়ে যায় যখন স্বার্থে বিন্দুমাত্রে টান লেগে বন্ধু থেকে বিন্দুতে পরিবর্তিত হয়; মাইক্রোস্কোপের নিচে রেখে সেই বিন্দুর হদিস পাওয়া যায় না!
আমার কাছে বন্ধুত্ব ব্যাপারটা যতটা না বৈষয়িক তার চেয়ে বেশি আত্বিক।
আমার কাছে বন্ধুত্ব মানে এই না যে সবসময় দেখা সাক্ষাৎ হওয়া লাগবে বা মুঠোফোনে বার্তা আদান-প্রদান বা কথা হবে যখন তখন। আমার কাছে বন্ধু জিনিসটা এমনই যে বছর খানেক পর দেখা হলেও অনুভূতিটা হবে এমন যেন গতকালই আমাদের দেখা হয়েছিল।
তাই বলে এই না যে আমি অন্যদের বন্ধুত্বের দৃষ্টিভঙ্গির বিরোধিতা করছি। যার যার অবস্থান থেকে সে সঠিক।
কোন অভিযোগ বা অনুযোগ নেই। দোষ দিতে চাইলে মাথা পেতে নেব। কিন্তু, যারা পিঠ পিছে ছুরিটা বিঁধিয়ে দিয়েছ তাঁদেরকে ভুলবো না। কারণ শরীরের ক্ষত সেরে গেলেও হৃদয়ের ক্ষত সারে না।
সে যাই হোক, আজ বন্ধু দিবস পালন করা হয়েছে। তাই বৈষয়িক শুভেচ্ছা জানাতে চাই এমন মানুষগুলোকে যাদেরকে কখনো বলা হয়নি, "তোমরা আমার বন্ধু"! শুভেচ্ছা আমার জীবনের প্রথম বন্ধু আমার বোনকে, আমার সবসময়ের বন্ধু আমার আম্মুকে; এবং সর্বশেষে কিন্তু সবার শেষে নয়, আমার সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু আমার স্ত্রীকে।
আর তুই কি ভাবছিস তোকে সবাই ভুলে গেছে? অনেকেই ভুলে গেলেও ভুলিনি আমি আর আমার থেকে প্রায় ৯৮০০ কি. মি. দূরে থাকা একজন! যেখানেই থাকিস, ভাল থাকিস হারিয়ে যাওয়া বন্ধু আমার, "সজীব বড়ুয়া চৌধুরী"।
....আর বাদবাকি বন্ধুদের জন্য শুভেচ্ছাটা বৈষয়িক না হয়ে আত্বিকই থাক।।
শুভরাত্রি বাংলাদেশ!
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৫
রুহাশ বলেছেন: যথার্থ বলেছেন। বন্ধু মানে অনেক কিছুই। একটি দুটি সংজ্ঞা দিয়ে বন্ধুত্বকে ব্যাখ্যা করা যায় না। আপনাকেও শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০২
লেখোয়াড় বলেছেন:
বন্ধু মানে অনেক কিছুই।
শুভেচ্ছা।