| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুহাশ
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
আমরা যারা সো কল্ড সাচ্চা মুসলমানরা মাঝে মধ্যেই ইহুদি-খ্রীস্টান, নাস্তিক বা অন্য ধর্মাবলম্বিদের শয়তান উপাধি দিয়ে থাকি। কিন্তু আসল শয়তানগুলো যে মুসলমানদের মাঝেই বেশি তা কেউ স্বীকার করতে চাই না। ওতে আমাদের ধর্মানুভূতিতে আঘাত লাগে!
ইরাকে, সিরিয়াতে মুসলমান হয়ে মুসলমানকেই নির্বিচারে হত্যা করা, আবার আমাদের দেশেই মাওলানা নূরুল ইসলাম ফারুকী কে নৃশংসভাবে জবাই করে হত্যা করার পর অনেক সাচ্চা (!!??) মুসলমানদের পৈশাচিক উল্লাস দেখে "মুসলমানদের মাঝেই শয়তান, মুসলমানদের মাঝেই দজ্জাল" কথাটার কি সত্যতা প্রমাণ করে না??
দুঃখিত, আমি এমন মুসলমান হতে চাইনা কখনো। আমার কাছে মানবতাবাদটাই সবচেয়ে বড়। আমার নবীর নবীর জীবন থেকে আমি এই শিক্ষাটাই পেয়েছি। আমার জবাবদিহিতা আমার আল্লাহর সাথে। তোদের মত মুসলিমরুপী শয়তানদের সাথে নয়।
৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:২২
রুহাশ বলেছেন: ঈমান আর মানবতাবাদ দুইটা কি আলাদা জিনিস? তাহলে মানবতার ধর্ম ইসলাম বলা হয় কেন?
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৬
দিপ্২৪ বলেছেন: আমার কাছে মানবতাবাদটাই সবচেয়ে বড়।
মানতে পারতে পারলাম না ভাই। যে ঈমানদার তার কাছে তার ঈমানটাই গুরুত্তপূর্ন।