![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
খবরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কটূক্তি করায় তন্ময় মল্লিক নামের এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মন্তব্যঃ নিষ্প্রয়োজন!
প্রশ্নঃ বাংলাদেশ কাদের হাতে?
মৃত্যুর আগ মুহুর্তে বঙ্গবন্ধুর শেষ কথাটি কি ছিল যেন??
যতদূর জানি কথাটি ছিল, "ইয়া আল্লাহ আমার বাংলাদেশকে দেখ।"
তিনি কি মৃত্যুর আগ মুহুর্তে তাঁর প্রানপ্রিয় দেশের ভবিষ্যত দেখতে পেয়েছিলেন?
ইয়া আল্লাহ, বাংলাদেশকে তুমি রক্ষা কর।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
রুহাশ বলেছেন: কিছু বলার নাই। আমরা সবাই উটপাখি!
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩
ভোরের সূর্য বলেছেন: শেখ মুজিব আর শেখ হাসিনা কি আমাদের আল্লাহ নবির চেয়ে বড় নাকি? হরহামেশা মানুষ ধর্ম কিংবা আমাদের নবীজি কে নিয়ে কটুক্তি হচ্ছে তখনতো জেল জরিমানা হতে শুনিনি কারো। আর রাজনীতিকরা যে প্রায়ই সাধারণ মানুষ কে কটুক্তি কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করেন তখন কেন তাদের কারাদন্ড হয়না। একজন সচিব জালিয়াতি এবং প্রতারণা করে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিলেন এবং এর পরেই(স্বাস্থ্য সচিব) তিনিই আবার প্রধানমন্ত্রীর সাথে আমেরিকা সফর সঙ্গী হলেন অথচ তার কোন বিচার হল না। আর কিভাবেই বা একজন প্রতারক যিনি ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে পুরা জাতির সাথে প্রতারণা করেছেন, মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন তিনি কিভাবে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হলেন তা বাংলাদেশের মানুষ জানতে চায়।
হায়রে বাংলাদেশ। আমরা কোন দেশে বাস করি। শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কটূক্তি করায় তন্ময় মল্লিক নামের এক যুবককে সাত বছরের কারাদন্ড হয় অথচ মহান মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জাল করেও প্রধানমন্ত্রির সফরসঙ্গী হয়ে আমেরিকা সফর করা যায়!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!