![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
বিকালে আড্ডা মারতে বাড়ির কাছে মসজিদের মাঠে গিয়েই দেখি জগাই মাথার নীচে দুহাত পেতে চিত হয়ে আকাশ দেখছে। চোখে উদাসী দৃষ্টি।
জানতাম আজ তার একটি প্রাইভেট ব্যাংকে লিখিত পরীক্ষা ছিল। গত এক বছরে কম করে হলেও সে ১২-১৫টা জায়গায় ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা দিয়েছে এবং কোনবারই প্রথম ধাপই পাড় করতে পারেনি। এরই মাঝে কমাস আগে পরিবারের চাপে পড়ে তাদের পছন্দে বিয়েও করেছে। চাকরি না হওয়ায় বউয়ের কাছ থেকে নাকি বিয়ের দুসপ্তাহ পর থেকেই কথা শুনছে। যদিও এসব নিয়ে তার কোন ভ্রূক্ষেপ নেই। তার কথা হচ্ছে যেহেতু বিবিএ পাশ করেছে চাকরি তার হবেই।
যাই হোক কাছে গিয়েই হালকা স্বরে জিজ্ঞেস করলাম, "কিরে পরীক্ষা কেমন দিলি?"
উত্তর না দিয়ে জগাই উঠে বসলো। একটা কচি ঘাস ছিড়ে তার ডগা চিবুতে চিবুতে বললো, "ভাবতাসি!"
-কি ভাবিস?
-আজকা পরীক্ষায় একখান সৃজনশীল প্রশ্ন আসছিল- "প্রযুক্তি কিভাবে আমাদের জীবনযাত্রা বদলে দিয়েছে উদাহরণ সহকারে ব্যাখ্যা কর।"
-তারপর?
-ভাবতাসি আমার উত্তরটা যুইত হইল কিনা?
-কি লিখছিস তুই?
-আমি সৃজনশীল উত্তর দিসি- "গত রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ায় ভোর ৪টার দিকে ঘুম ভেঙ্গে যায়। চোখ মেলেই দেখি আমার স্ত্রীও উঠে পড়েছে। তারপর দুজনেই ব্যস্ত হয়ে পড়লাম, কিন্তু ফেসবুক নিয়ে। পূর্ব জমানা হইলে এসময় সামাজিক সম্পর্ক বাড়ানোর পরিবর্তে সংসার বাড়ানোর দিকে মন দিতাম।"!!!
জগাইয়ের উত্তর শুনে আমার মাথায় জগা খিচুড়ি পাকিয়ে গেল।
আসলেই তো! ঘটনা কিন্তু সত্য!
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৯
বেকার যুবক বলেছেন: আসলেই তো! ঘটনা কিন্তু সত্য!