নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রতিক

১৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০

আপনি আপনার বাসায়। হঠাৎ বাসার দরজায় আঘাত। দরজা খুলে দেখলেন ৪-৫জন ব্যক্তি। পরিচয় দিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে। বললো আপনাকে তাদের সাথে যেতে। নিয়ে গেল আপনাকে চোখ বেঁধে। আপনার পরিবারের সদস্যরা বাঁধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু অস্ত্রের সামনে অশ্রু পরাজিত।

আপনার স্বজনেরা থানায় যোগাযোগ করলেন। তারা বললো তারা কিছু জানে না অমুক থানায় যান। গেলেন। তারা বললেন আপনার বাসা সেই থানার অধীনে নাই তাই তারা কিছু জানে না।আপনার স্বজনদের অভিযোগ থানার পুলিশ আমলে নিল না। এর কাছে তার কাছে দৌড়াতে দৌড়াতে চোখের পানি শুখিয়ে গেছে। আদালতে গেলেন, আদালত রুল দিল। সংবাদ সসম্মেলন হল কিন্তু আপনার খোঁজ নেই। দিন যায় মাস যায়। স্বজনেরা হাল ছাড়লেও আশা ছাড়েন না। এর মধ্যেই দেশের সরকার প্রধান দ্বায়িত্ব জ্ঞানহীনের মত উক্তি করেন।

স্রষ্টা কিন্তু সবই দেখছেন। ভেবেছেন পার পেয়ে যাবে? শেষ বিচারের দিনে মহাবিচারকের সামনে দাড়িয়ে কি উত্তর দিবে ভেবে রেখেও লাভ নেই।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: অনির্বাচিত স্বৈরাচারের দেশেতো এমনই হয়!!

সেই সিরাজ শিকদার থেকে হালের ইলিয়াস আলী, সালাহউদ্দিন!!!!!!!!!!!!!

১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

রুহাশ বলেছেন: সহমত।

২| ১৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

ইমরুল_কায়েস বলেছেন: বিশ্ব বেহায়ার কবলে দেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.