![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।
প্রধানমন্ত্রীরে আর কিছু বলতে ইচ্ছা করে না। তাঁর আশেপাশে যেগুলান আছে অধিকাংশই চোর-বাটপার। বিভিন্ন সূত্রে পড়ছি প্রধানমন্ত্রী সকালবেলা দেশের অধিকাংশ পত্রিকার শিরোনামে চোখ বুলান এবং কোন কোন খবর তিনি দাগিয়ে রাখেন। তো এইটা আশা করা যায় তিনি নিশ্চয়ই জানেন মেডিক্যাল ভর্তি পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যায় এবং সেই ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষাও নেওয়া হয়। চরমভাবে অযোগ্যরাই এখন যোগ্যদের স্থান নিয়া ফেলছে। এরা যদি কোনভাবে পাশ করতে পারে তবে কেমন ডাক্তার হবে তা বুঝার জন্য পিহেইচডি করা লাগবে না।
তো আসল কথা হচ্ছে যারা জেনেও জানেননা, বুঝেও বুঝেননা তাঁদেরকে আমরা কি বলি???
এসব দেখে একটা ঘটনা মনে পড়ে গেল। আমাদের সময় আমার পরিচিত এক চরম মেধাবী (!) প্রাইভেট মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র আউট করছিল নগদ প্রায় ৩ থেকে ৫ লক্ষ টাকা মত খরচ করে। তার ব্যাচের অধিকাংশই সঠিক সময়ে ওই প্রাইভেট মেডিক্যাল কলেজ থেকে পাশ করে ফেলে। কিন্তু সেই চরম মেধাবী (!) প্রায় আরও ২ বছর লাগিয়ে কোনোভাবে পাশ করে বের হয়। তো সে কেমন ডাক্তার তা আশা করি বুঝিয়ে বলতে হবে না???
©somewhere in net ltd.