নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বাংলাদেশী

রুহাশ

আমার কিছু বলার আছেশব্দগুলো শেষ বিকেলের নাগরিকতায় দিক হারিয়ে ফেলে.....আমার কিছু বলার আছেভাবনাগুলো দুরন্ত বালিকার এলো চুলে জট পাকিয়ে যায়....আমার কিছু বলার আছেস্মৃতিগুলো ঘোলা জলে ডুব সাঁতার দেয়.....আমার কিছু বলার আছেইচ্ছেগুলো বাস্তবতার ধূলোয় লুটিপুটি খায়....আমার কিছু বলার আছেঅনুভূতিগুলো আলস্য করে ভোতা হতে চায়।

রুহাশ › বিস্তারিত পোস্টঃ

পাজি ভদ্রলোক

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৬

বাসার পাশেই বিশাল ময়দানে একবার ভারতীয় পাঞ্জাবীদের বৈশাখী মেলা বসেছিলো। সারাদিন দিন ব্যাপী সেই মেলায় তারস্বরে পাঞ্জাবী নাচ গান চলে পুরো এলাকাটা সরগরম হয়ে উঠেছিল। মেলায় আগত মানুষদের গাড়িতে ভরে উঠেছিল মেলার আশেপাশের আবাসিক এলাকার রাস্তাগুলো। সে যাইহোক, সন্ধ্যার দিকে ভীড় কিছুটা কমে এলে সপরিবারে মেলায় ঘুরতে যাই।
সেসময়টায় আমার স্ত্রী এর মাসখানেক আগে মাত্র এদেশে এসেছে তাই স্বাভাবিকভাবেই তার মধ্যে ভিনদেশীদের বৈশাখী মেলা কেমন হয় তা নিয়েই আগ্রহটা বেশি ছিলো।
ময়দানের মূল গেইট থেকে মেলার প্রবেশপথে যেতে বেশ খানিকটা পথ হাটতে হয়। তো পরিবারের অন্যরা একটু এগিয়ে হাটছে এবং আমি আর আমার স্ত্রী খানিকটা পিছিয়ে হাটছিলাম। মেলায় আগত অনেকেই তখন বাড়ি ফিরে যাচ্ছিলো আবার কিছু আসছিলো। বলা বাহুল্য, এদের মধ্যে শতকরা ৯০ভাগই ছিলো ভারতীয় পাঞ্জাবী।
চারপাশে মানুষ দেখতে দেখতে হাটছি। হঠাৎ খেয়াল করলাম আমার স্ত্রী মুচকি মুচকি হাসছে আর বিড়বিড় করে কি যেন বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? কিন্তু সে শুধু মুচকি হেসে মাথা নাড়লো। আমি পাত্তা না দিয়ে অন্যদিকে তাকাতেই শুনি সে "পাজি" বলে কাকে যেন বিড়বিড় করে বকা দিচ্ছে আর মুখে সেই মুচকি হাসি। এবার তাকে কোন প্রশ্ন না করেই কানটা আরেকটু খাড়া করতেই শুনলাম সে বলছে "বলে বলে"। সে কাকে "পাজি" বলে বকাবকি করছিলো আর কেই বা কি "বলে" কিছুই বুঝতে পারছিলাম না। এবার আমার সবটুকু মনযোগ তার দিকে দিতেই ব্যাপারটা পরিষ্কার হয়ে এলো।

আমাদের আশপাশ দিয়ে যে মানুষগুলো যাচ্ছিলো তাদের অনেকেই ছিলো দাড়িগোঁফ আর পাগড়িওয়ালা শিখ। তো যখনই আমাদের পাশ দিয়ে কোন শিখ ভদ্রলোক যাচ্ছিলেন আমার স্ত্রী তাদের দিকে তাকিয়েই বিড়বিড় করে বলছিলো, "পাজি বল্লে বল্লে" এবং মুখে সেই দুষ্ট মুচকি হাসি!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.